ব্যারাকপুর: শিয়ালদহ মেইন শাখার ইছাপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার উচ্ছেদের চেষ্টাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়াল ইছাপুরে। এদিন বেলায় আর পি এফ কর্কাতা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রেল কোয়ার্টারগুলো উচ্ছেদ করতে আসে। রুখে দাঁড়ায় কোয়ার্টারের বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
চলতি বছরের গত ২৫ জুন রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে অবিলম্বে কোয়ার্টারগুলো খালি করে দিতে হবে। মূলত: ছ’টি কোয়ার্টার দখলকে ঘিরেই সমস্যা। রেল পুলিশ দু-একটি কোয়ার্টার ভাঙচুরও করে। এরপরই আসরে নামেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা৷ তাঁরা আপাতত ছ’মাস সময় চেয়ে নিয়েছেন। ফলে নেতৃত্বর দাবি মেনে শেষ পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় রেল৷ নেতৃত্বরা জানিয়েছেন, রেল পুলিশ ফের যদি এই সময়ের মধ্কোযে য়ার্টার খালি করতে আসে, তাহলে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামবেন তাঁরা৷ যদিও এবিষয়ে রেলের কোনও কর্রতার প্রতিক্রিয়া মেলেনি৷