ইছামতীর বুকে বসছে ইছামতী নাট্যোৎসব ২০২০, থাকছে চমক

ইছামতীর বুকে বসছে ইছামতী নাট্যোৎসব ২০২০, থাকছে চমক

বারাসত: থিয়েটার ফোরাম বনগাঁ শাখার আয়োজনে ও ইচ্ছে পরিবারের সহযোগিতায় আগামী ২রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইছামতী নাট্যোৎসব৷ এবার দ্বিতীয় বর্ষ৷ নাট্যোৎসব উপলক্ষে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে ইছামতী নাট্যোৎসব কমিটি। দুপুর দুটোয় ইছামতী বরণ উপলক্ষে ছৌনাচ প্রদর্শনের মাধ্যমে বনগাঁর রাজপথ ধরে এগিয়ে যাবে শোভাযাত্রা।

এই শোভাযাত্রায় পা মেলাবেন অভিনেতা বিমল চক্রবর্তী। এরপর বি.এস ক্লাব ময়দানে নাট্যোৎসবের মূল অনুষ্ঠান মঞ্চস্থ হবে। অনুষ্ঠান চলবে রাত ৮ টা পর্যন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন নাট্য গবেষক ডঃ সঞ্জয় গাঙ্গুলী ও পরিচালক অয়ন জোয়ারদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় তৃণমূল নেতা শংকর আঢ্য ও গোপাল শেঠ।

নাট্যোৎসবে একাধিক বিভাগে নির্বাচিত ব্যক্তিদের সম্মানিত করা হবে ফোরাম নির্ধারিত বিশেষ বিশেষ ক্ষেত্রে। এরমধ্যে ইচ্ছামতী সম্মাননা পাচ্ছেন বাসুদেব পাল, থিয়েটার ফোরাম নাট্য সম্মাননা পাচ্ছেন তাপস মুখার্জি, ইচ্ছে পরিবেশবান্ধব সম্মাননা পাচ্ছেন মৈথিলী গুহ। নাট্য উৎসবের সূচনার মতো সমাপ্তিও হবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। সমাপ্তি অনুষ্ঠানে থাকছে পুরুলিয়ার শিল্পী বিজয় দাস ও সম্প্রদায়ের ঝুমুর গান এবং আদিবাসী নাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 6 =