‘মমতার হাত ধরে এবার বাংলা থেকে আইএএস, আইপিএস হওয়া শুরু হয়েছে’

‘মমতার হাত ধরে এবার বাংলা থেকে আইএএস, আইপিএস হওয়া শুরু হয়েছে’

ইসলামপুর: ফ্রিডম ফাইটার থেকে শুরু করে বৈজ্ঞানিক, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত হচ্ছে বাংলা থেকে৷ তাহলে আইএএস আইপিএস কেন হবে না। আগে বাংলা থেকে আইএএস, আইপিএস খুব কমই হত৷ কিন্তু যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন ও তিনি কোচিং সহ অন্যান্য সুবিধা দিতে শুরু করেছেন তবে থেকে রাজ্যে আইএএস, আইপিএস হওয়া শুরু হয়েছে৷ উত্তরবঙ্গ থেকেও অনেকে হয়েছেন।

এমনে কথা বললেন রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী। আজ ইসলামপুরের ইউপিএসসি পরীক্ষায় ইসলামপুরের ছেলেরা যেভাবে সাফল্য অর্জন করেছে সেই সাফল্যের আনন্দ ভাগ করে নিতে পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ইসলামপুরে প্রিন্সের বাড়িতে এসেছিলেন। তার মা ও তার পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রীদ্বয়৷

রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী বলেন, ‘‘ আজ খুব আনন্দের বিষয়, এখান থেকে কিছু দূরে আমার বাড়ি৷ এই পরিবার আমার নিকটতম আত্মীয় হয়। ইসলামপুরের ছেলে হওয়াতে নিজেকে আজ খুব গর্বিত অনুভব করছি।’’ অপরদিকে  উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, উত্তরবঙ্গের জন্যও খুবই গর্বের বিষয় সংখ্যালঘু পরিবার থেকে এই ছেলেটি আজ আইএএস এর মতো একটি উচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে প্রত্যেকের আনন্দ পেয়েছে।  আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীরা আরও উৎসাহিত হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবেই তাঁরা আইএএস হিসেবে পাশ করা প্রিন্সকে সংবর্ধনা জানাতে এসেছেন বলেও জানান সাবিনা ইয়াসমিন। সোগড়া আজিজ প্রিন্সের মা জানান, ‘‘আণার ছেলে দেশের হয়ে কাজ করবে এটা ভাবতেও ভাল লাগছে৷ মন্ত্রীরা এসেছিলেন৷ শুভেচ্ছা বার্তা জানিয়ে গেলেন৷ খুব আনন্দ অনুভব করছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twelve =