‘৩০-৩৫ হাজার ভোটে জিতব’! ভোট সকালে আত্মবিশ্বাস চরমে রাজের

‘৩০-৩৫ হাজার ভোটে জিতব’! ভোট সকালে আত্মবিশ্বাস চরমে রাজের

বারাকপুর: তিনি একদিকে সফল পরিচালক, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী। আজ তাঁর কেন্দ্রে ভোট। রাজ চক্রবর্তী মনে করছেন, সিনেমার মতই আজ তিনি ‘হিট’ করে গেছেন। আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছেন, কমপক্ষে ৩০-৩৫ হাজার ভোটে নিজের কেন্দ্র থেকে জিতবেন তিনি। রাজ বলেন, “একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব।” 

এই প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। এও জানান, এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিগত মাসগুলিতে প্রচুর খেটেছেন। তাই এর ফল তিনি পাবেন। রাজ বলছেন, কিছু কিছু সিনেমার ট্রেলার এবং প্রোমো দেখে আগে থেকেই বুঝতে পারি, সিনেমাটা কোনদিকে যেতে পারে। ভোটের ক্ষেত্রে যেভাবে মানুষের সমর্থন পেয়েছি, তাতে মনে হচ্ছে আজ সিনেমাটা হিট করে যাবে। উল্লেখ্য, বুধবারই করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুরের প্রার্থী হিসেবে রাজের মনোনয়নপত্র পেশের দিন তাঁর সঙ্গে ছিলেন শুভশ্রী। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 6 =