‘নিরাপত্তা পাব না, ভোট করাতে যাব না’, ফের বিদ্রোহ ভোট-কর্মীদের

খড়গপুর: সব বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নিরাপত্তার দাবিতে ফের বিক্ষোভ দেখাল ভোটকর্মীদের একাংশ৷ শনিবার সকালে খড়গপুর ভোট প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী সহ ভোট কর্মীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখানো হয়৷ বিক্ষোভে অংশ নেন শ’তিনেক ভোটকর্মী৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান খড়গপুর মহকুমা শাসক সুদীপ সরকার৷ বিক্ষোভকারীদের শান্ত

‘নিরাপত্তা পাব না, ভোট করাতে যাব না’, ফের বিদ্রোহ ভোট-কর্মীদের

খড়গপুর: সব বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নিরাপত্তার দাবিতে ফের বিক্ষোভ দেখাল ভোটকর্মীদের একাংশ৷ শনিবার সকালে খড়গপুর ভোট প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী সহ ভোট কর্মীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখানো হয়৷ বিক্ষোভে অংশ নেন শ’তিনেক ভোটকর্মী৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান খড়গপুর মহকুমা শাসক সুদীপ সরকার৷ বিক্ষোভকারীদের শান্ত করতে বৈঠকে বসেন তিনি৷

বিক্ষুব্ধ ভোটকর্মীদের সঙ্গে বৈঠকে বসে তিনি আশ্বস্ত করে জানান, তাঁর কাছে খবর রয়েছে, পশ্চিম মেদিনীপুরে প্রায় ৯০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এমনকি শেষ পর্যায়ে তা ১০০% হতে পারে। বিক্ষোভকারীদের মধ্যে জেলা নেতৃত্ব দীপঙ্কর তেওয়ারি ও প্রতাপ পন্ডা বলেন, মৌখিক প্রতিশ্রুতি নয়, লিখিত প্রতিশ্রুতি পেলেই আমরা আশ্বস্ত হব৷ খড়্গপুর মহকুমার এসডিও সুদীপ সরকার বিক্ষোভ চলাকালীন ডিএমের সঙ্গে যোগাযোগ করেন।

বিক্ষোভকারীদের দাবি যে সংগত তা মেনে নেন মহকুমা শাসক সুদীপ সরকার৷ বলেন, “আপনাদের সংগঠনের নেতৃত্বে রাজ্যে যে বিক্ষোভ-বিদ্রোহ চলছে, ভোট কর্মীদের নিরাপত্তা বিষয়ে তার পরিপ্রেক্ষিতেই ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর উদ্যোগ চলছে৷’’ তিনি আশ্বস্ত করে বলেন, “ভোট কর্মীদের নিরাপত্তা জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি আমরা যতটা সম্ভব কার্যকরী করব৷’’

এরপর বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সাময়িকভাবে বন্ধ রেখে প্রশিক্ষণে যাওয়ার আগে ঐক্যমঞ্চের পক্ষ থেকে দীপঙ্কর তেওয়ারি ও প্রতাপ পন্ডা সাফ জানিয়ে দেন, “যতদিন না আমরা প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তার লিখিত প্রতিশ্রুতি পাব, ততদিন আমাদের প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকবে। আগামী ২৮ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে আমরা বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত করব এই দাবি নিয়ে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =