কুলতলি: পরিবারতন্ত্র নিয়ে নাম ধরে ধরে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অনুরোধ করলেন তিনি৷ কুলতলিতে রবিবার বললেন, ‘‘কালই রাজনীতি ছেড়ে দেব৷ আমার পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ রাজনীতি করবে না।’’
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পরিবারতন্ত্রকে ইস্যু করে তৃণমূল ও অভিষেক বন্দোপাধ্যায়কে বারবার আক্রমণ করেছে বিজেপি। হরিশ মুখার্জী রোডের বন্দোপাধ্যায় পরিবারকে কটাক্ষ করে ‘তোলাবাজ’ আখ্যা দিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। সেই নিয়েই এবার ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল সাংসদ। রবিবার কুলতলির সভা থেকে তিনি বললেন, ‘‘আগামীকালই আমি রাজনীতি ছেড়ে দিতে রাজি আছি। বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ রাজনীতি করবে না। কিন্তু বিজেপি নেতারাও নিজেদের পরিবারকে দেখুন।’’
নাম করে করে অভিষেক চ্যালেঞ্জ করেন, ‘‘মুকুল রায় নিজে রাজ্য বিজেপির সহ-সভাপতি, ছেলে বিজপুরের বিধায়ক। কৈলাশ বিজয়বর্গীয় নিজে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক, ছেলে আকাশ বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের বিধায়ক। রাজনাথ সিং নিজে দেশের প্রতিরক্ষামন্ত্রী, ছেলে পঙ্কজ সিং উত্তরপ্রদেশের বিধায়ক। আর শুভেন্দু অধিকারী, নিজে মন্ত্রী ছিল। বাবা সাংসদ, এক ভাই সাংসদ, এক ভাই কর্পোরেশনের চেয়ারম্যান, আরেক ভাই কাউন্সিলর। এরা নাকি আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছেন। আরে নিজেদের পরিবারে ৭ জনের মধ্যে ৫ জন রাজনীতি করছে। আবার আমায় বলতে আসে।’’
তিনি বলেছেন, ‘‘তোমাদের পরিবার থেকে যেকোনও ১ জন রাজনীতি করবে নিশ্চিত করো, আমিও আগামীকালই রাজনীতি ছেড়ে দেব কথা দিলাম। ক্ষমতা আছে? পারবেন?’’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলব, দরকারে সংসদে বিল এনে প্রত্যেকটা পরিবার থেকে ১ জনের রাজনীতি করার ব্যবস্থা করুন। প্রথম ভোটটা আমি দেব। তারপরেই রাজনীতি ছেড়ে দেব। আমার পরিবার থেকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা রাজনীতি করবেন।’’