‘আমাকে জেলে পুরলে ফুটো করে বেরিয়ে আসব’! হুঙ্কার মমতার

‘আমাকে জেলে পুরলে ফুটো করে বেরিয়ে আসব’! হুঙ্কার মমতার

mamata

কলকাতা: বিষয়টা প্রায় ছবির মতোই স্পষ্ট ছিল। হেমন্তের সোরেনের গ্রেফতারি ছিল সময়ের অপেক্ষা৷ বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতেই তাঁকে গ্রেফতার করে ইডি৷ এই ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই হুঙ্কার ছাড়লেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি বললেন, তাঁকে যদি জেলে ঢোকানো হয়, তাহলেও তিনি বিজেপি-বিরোধী লড়াই থেকে এক ইঞ্চিও সরবেন না!

বৃহস্পতিবার শান্তিপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকেই তৃণমূল নেতাদের গ্রেফতারির প্রসঙ্গে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আমাকে জেলে পুরলে আামি জেল ফুটো করে বেরিয়ে আসব!’’ তবে সরাসরি হেমন্তের গ্রেফতারি প্রসঙ্গে কথা বলেননি মমতা।  বরং বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, ‘‘আমরা সবাই চোর? আর আপনারা কি সাধু? সব তো চোরেদের জমিদার, জোতদার। মানুষের টাকা লুট করে বড় বড় কথা বলছে! চোরের মায়ের বড় গলা। শূন্য কলসিই বাজে বেশি।’’ 

এদিকে, মমতার বক্তব্য শোনার পরই রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়। কিন্তু তিনি তাঁর দল ও সরকারের বিসর্জন আটকাতে পারবেন না। সময় ঘনিয়েই এসেছে। সেই কারণেই হয়তো এসব কথা বলেছেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =