মা হতে চাই! হাইকোর্টের নির্দেশে ৯ বছর পর স্বামীর ঘরে শিক্ষিকা! মিলল বদলি

মা হতে চাই! হাইকোর্টের নির্দেশে ৯ বছর পর স্বামীর ঘরে শিক্ষিকা! মিলল বদলি

 

কলকাতা: নানান জটিলতার কারণে দীর্ঘদিন ধরে থমকে ছিল শিক্ষক বদলি ব্যবস্থা৷ এই নিয়ে চূড়ান্ত বিপাকে পড়েছিলেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক৷ বদলি ব্যবস্থা বন্ধ থাকায় শিক্ষকদের মধ্যে চূড়ান্ত অসন্তোষ তৈরি হয়েছিল৷ সম্প্রতি তা আঁচ পেয়ে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষকরা পাবেন নিজের জেলায় বদলির সুযোগ৷ আর সেই মর্মে মঙ্গলবার জারি হয়েছে চূড়ান্ত পর্যায়ের বিজ্ঞপ্তি৷ কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষক বদলি বন্ধ থাকায় চূড়ান্ত বিপাকে পড়েছিলেন মুর্শিদাবাদের এক শিক্ষিকা৷  স্বামীর সঙ্গে পেশাগত কারণে দূরত্ব তৈরি হয় মা হয়ে উঠতে পারেননি তিনি৷ মা হওয়ার আকাঙ্খায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শিক্ষিকা৷ দীর্ঘ ৯ বছর পর অবশেষে স্বামীর সঙ্গে থাকার সুযোগ পেলেন শিক্ষিকা৷

প্রায় ৯ বছর পড়া দীর্ঘ আইনি লড়াই সমাপ্তি৷ হাইকোর্টের নির্দেশে অবশেষে স্বামীর সঙ্গে থাকতে পারবেন মুর্শিবাদের শিক্ষিকা৷ মুর্শিদাবদ থেকে কোচবিহারে বদলির সুযোগ পেয়ে মা হওয়ার আকাঙ্খা পূর্ণ হওয়ার পথে শিক্ষিকার৷ আজ কলকাতা হাইকোর্ট শিক্ষিকার দাবিতে মান্যতা দিয়ে স্বামীর সঙ্গে কোচবিহারে থাকার জন্য অনুমতি দিয়েছে৷ দেওয়া হয়েছে শিক্ষিকার বদলির নির্দেশ৷ মানবিক কারণে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আইনি লড়াইয়ে জয়ী মুর্শিদাবাদের শিক্ষিকা৷ হাইকোর্টের নির্দেশে এখন থেকে স্বামীর সঙ্গে থাকতে পারবেন তিনি৷

জানা গিয়েছে, পেশাগত কারণে এতদিন স্ত্রী ছিলেন মুর্শিদাবদে৷ স্বামী পোস্টিং কোচবিহারে৷ কিন্তু, দপ্তরে মাথা খুঁটেও স্বামী-স্ত্রী পাননি একে অপরের কাছে কাথার সুযোগ৷ বদলি না পেয়ে ও মা হওয়ার আকাঙ্খা প্রকাশ করে মামলা করেন  মুর্শিদাবদের শিক্ষিকা৷ ৯ বধর ধরে চলছিল সেই মামলা৷ আজ সেই মামলায় অবেশে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে কোচিবারে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকার সুযোগ পেলেন মুর্শিদাবাদের শিক্ষিকা৷ দেওয়া হল বদলির অনুমতি৷ (শিক্ষিকার নাম অপ্রকাশিত রাখা হল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =