‘লোকসভায় আমি গোহারা হেরেছি ,তাতেও লজ্জা নেই’, স্বীকারোক্তি মমতার!

‘লোকসভায় আমি গোহারা হেরেছি ,তাতেও লজ্জা নেই’, স্বীকারোক্তি মমতার!

শিলিগুড়ি: যিনি একটা সময় বলতেন জঙ্গলমহল থেকে পাহাড় হাসছে মমতা বন্দ্যোপাধ্যায়ই আজ নিজের মুখে কার্যত স্বীকার করে নিলেন তাঁর হারের কথা৷ উত্তরবঙ্গ উত্সব থেকে লোকসভায় তৃণমূলের গোহারা কথা স্বীকার করলেন মমতা৷ জিজ্ঞাসা করলেন এবারের ভোটে আপনারা পুষিয়ে দেবেন তো? এরপরেই মমতা বলেন, ওরা টাকা দেবে আর ভোট চাইবে৷ জনতার উদ্দেশে মমতার বার্তা টাকা নিয়ে মাংস ভাত খেয়ে নেবেন আপনারা৷ আর ভোটবাক্সে উল্টে দেবেন৷

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। একটি আসনও পায়নি ঘাসফুল শিবির। উল্টে পদ্মচাষ হয়েছে প্রত্যেকটি জেলায়। সেই কথা ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও উত্তরবঙ্গে এসে দলীয় কর্মীদের সভায় মমতা আক্ষেপে সুরে মমতা বলেছিলেন, এত কাজ করলাম তাও সবাই বিজেপিকে ভোট দিল। কী অপরাধ ছিল আমাদের? কী অন্যায় করেছিলাম। সব কাজ তো করে দিয়েছি।

এদিনও সেই কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন মমতা৷ আজ থেকে উত্তরবঙ্গে চারদিনের সফর রয়েছে মমতার৷ প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক দলীয় সভাতেও অংশ নেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ে। মূলত দলের কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর। লোকসভা ভোটে খারাপ ফল। এর সঙ্গে উত্তরবঙ্গে একাধিক হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই এবার নির্বাচনের উত্তরবঙ্গে এসে জল মেপে নিতে চান তৃণমূল সুপ্রিমো৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =