‘এখনও গুন্ডামি শুরু করিনি’! অভিষেক-মন্তব্যে হুঁশিয়ারি দিলীপের

‘এখনও গুন্ডামি শুরু করিনি’! অভিষেক-মন্তব্যে হুঁশিয়ারি দিলীপের

 

কলকাতা: রবিবার ডায়মণ্ডহারবারে জনসভা করেছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকে বিজেপির তাবড় নেতাদের নাম নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন অভিষেক৷ তালিকায় নাম ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও৷ দিলীপকে ‘মাফিয়া’ বলে নিশানা করেন অভিষেক৷ সোমবার তারই পাল্টা দিলেন দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘কে গুন্ডা আমরা তা পঞ্চায়েত নির্বাচনেই দেখেছি। অভিষেক ৭ কোটি টাকার বাড়িতে থাকে, আপনারা চাইলে বাড়ির ইনটিরিয়ার ডেকরেশনের ছবি আমি পাঠিয়ে দেব৷ আর আমি অন্যের বাড়িতে থাকি। প্রতিবছর বাড়ি পালটাই৷ ওনার ২২টা গাড়ি কনভয় যায়৷ তাই কে মাফিয়া বোঝাই যাচ্ছে। হতাশা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে এসব বলছেন। ভাইপো তো লোকে আদর করে বলে। ভাইপো বললে কি হয়েছে দিল্লিতে অনেকে যুবরাজ কে পাপ্পু বলে সেটাও বলা হবে।’’

অভিষেককে নিশানা করে দিলীপ আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনের ওনার এলাকায় একটা বুথে কাউকে নমিনেশন করতে দেয়নি৷ আর আমি নাকি গুন্ডা৷ গুন্ডামি যদি দেখতে চান এখনও শুরু করিনি৷ ডুয়ার্সের পাহাড় থেকে জঙ্গলমহল পর্যন্ত সব জায়গায় গুন্ডামি দেখাব আমরা৷ হুঁশিয়ারি দিলীপের৷ তিনি বলেন, কিছুদিন পর দেখবেন লোকে সোশ্যাল মিডিয়ায় লিখছে ভাইপো হটাও, টিএমসি বাঁচাও৷ 

সোমবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ৷ আর সেখানেই এক এক করে অভিষেকের মন্তব্যের পাল্টা জবাব দিতে থাকেন তিনি৷ দিলীপ বলেন , ‘‘জিরো ব্যালেন্স থেকে হিরো হয়েছে। প্যারাসুট বা সিড়ি দিয়ে নয়। এস্কেলেটারে উঠে নেতা হয়েছে৷’’ শুভেন্দুকে নিয়েও মুখ খোলেন দিলীপ৷ বলেন, শুভেন্দু অধিকারী যুব সমাজের আইকন, শুভেন্দুকে দলে স্বাগত জানাচ্ছি। বয়স হয়েছে, জেলা সফরে না বেরোনোর জন্য মুখ্যমন্ত্রীকে করজোড়ে অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =