বোলপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বোলপুরে ছিল মোগা রোড শো৷ অনুব্রত গড়ে মেগা রোড শো’ করে তৃণমূস কংগ্রেসকে উপড়ে ফেলার হুংকার দিলেন তিনি৷ প্রতিশ্রুতি দিলেন সোনার বাংলা গড়ে তোলার৷
আরও পড়ুন- গ্যাস উৎপাদন কেন্দ্রের উদ্বোধনে এসে ‘জয় বাংলা’ স্লোগান ‘ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
অমিত শাহ বলেন, ‘‘বিজেপি’র সর্বভারতীয় সভাপতি পদে থাকার সময় অনেক রোড শো করেছি৷ কিন্তু জীবনে এমন রোড শো কোনও দিনও করিনি৷ নরেন্দ্র মোদীজির উপর বাংলার মানুষের যে ভালোবাসা ও আস্থা রয়েছে, এই রোড শো-ই তার প্রমাণ৷’’ তিনি দাবি করে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষের যে ক্ষোভ রয়েছে, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে৷ বাংলার মানুষ ভোট যুদ্ধে নামার জন্য দিন গুনছে৷ কারণ এবার বাংলায় পদ্ম ফুটবে৷ বাংলার মানুষ পরিবর্তন চায়৷’’ তাঁর কথায়, ‘‘এই পরিবর্তন তৃণমূল কংগ্রেসের বদলে ভারতীয় জনতা পার্টির সরকার আনার পরিবর্তন নয়৷ এই পরিবর্তন হবে বাংলাকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য৷ বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে, তা রোখার জন্য৷ রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য৷ এই পরিবর্তন হবে তোলাবাজি বন্ধ করার জন্য৷ আর ভাইপোর ‘দাদাগিরি’ শেষ করার জন্য৷’’ তাঁর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বিকাশ হবে৷ এই বাংলা হবে সুভাষ চন্দ্র বোসের স্বপ্নের বাংলা৷
আরও পড়ুন- গুরুদেবকে সম্মান দিয়ে নোবেল সংস্থা নিজেদেরই স্বীকৃতি দিয়েছে, অমিত শাহ
তিনি বলেন, বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় এসেছে, সখানেই বিকাশ হয়েছে৷ বাংলা বিকাশের পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে৷ এখানে কলকারখানা হয়নি৷ বেকারত্ব ঘোঁচেনি৷ আপনারা কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, কমিউনিস্টদের সুযোগ দিয়েছেন, তণমূল কংগ্রেসকেও সুযোগ দিয়েছেন৷ নরেন্দ্র মোদীকে একটা সুযোগ দিন৷৫ বছরের মধ্যে আমরা সোনার বাংলা গড়ে তুলব৷