‘আমাকে ভূতের মতো খাটতে হয়, তবু কর্মচারীদের বেতন ঠিক সময়ে দিই’

‘আমাকে ভূতের মতো খাটতে হয়, তবু কর্মচারীদের বেতন ঠিক সময়ে দিই’

637f4369e0eca0a17199aa756fd4ef6b

বালুরঘাট: “কেন্দ্রীয় সরকার আমাদের কিছুই দেয় না”, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর তপনের জনসভা থেকে ফের একবার গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকে রাজ্য জুড়ে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। ভোটগ্রহণ হচ্ছে ৪ জেলার ৪৩টি বিধানসভার আসনে। তার মাঝেই দক্ষিণ দিনাজপুরের তপনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার মঞ্চ থেকে সংখ্যালঘু আদিবাসীদের ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে স্বপ্ন দেখালেন তৃণমূল সুপ্রিমো।”

দক্ষিণবঙ্গের ৪ জেলার ৪৩টি বিধানসভা আসনে চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। সকাল থেকেই  বিভিন্নভাবে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন কেন্দ্র। উত্তেজনা বাড়ছে চরমে। তার মধ্যেই তপনের জনসভা থেকে মমতা বললেন, “আদিবাসী ভাই-বোনেরা, ছেলে-মেয়েদের বাইরে পড়াতে খুব ইচ্ছা করে। কিন্তু ঋণ চাইলে ব্যাঙ্ক দেয় না। আমরা সরকারে এলে ছেলেমেয়েদের জন্য ১০ লক্ষ টাকার ব্যাঙ্কের ক্রেডিট কার্ড করে দেব। এর জন্য আপনাদের কিছু দিতে হবে না। আর এটা শুধু আমরাই করে দেব অন্য কোনও সরকার করবে না।”

সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মমতা বলেন, “আমার রাজ্য সরকারের কর্মচারীদের বলছি, মাসের ১ তারিখের মধ্যে বেতন ব্যাঙ্কে ঢুকে যায় তো? হাজার সমস্যা হলেও ওইটাতে কার্পন্য করিনা। মাসের প্রথম দিনের মধ্যেই বেতন দিয়ে দিয়েছি। বাংলায় বামফ্রন্ট সরকারের আমলে যে অসুবিধা হত, সেটা এখন হয় না। ত্রিপুরায় বিজেপি সরকারের যে অসুবিধা হচ্ছে, অসমে যে অসুবিধা হচ্ছে, ঝাড়খণ্ডের যে অসুবিধা হচ্ছে – বাংলায় সেই অসুবিধা আমরা তৈরি করছি না। এমন সরকার কোথাও পাবেন না। আমাকে ভূতের মত খাটতে হয়। রাজ্য সরকারের কাছে টাকা না থাকলেও টাকা জোগাড় করতে হয়। কিন্তু বেতনে একদিনও দেরি করি না। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু দেয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *