Aajbikel

‘আমি চ্যালেঞ্জ নেওয়া লোক, ’২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে’, হুঙ্কার মমতার

 | 
মমতা

 কলকাতা: তৃণমূলের শহিদ দিবসের সভামঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুর চড়িয়ে মমতা বলেন, চারদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। এর মধ্যে দাঙ্গার নামে ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি। মমতার কথায়, ‘‘আমি চ্যালেঞ্জ নেওয়া লোক। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। ত্রিপুরায় রথযাত্রায় ২৬ জন মারা গেলেন। ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেলেন। নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে কত জন দুর্ঘটনায় মারা গেলেন। আমরা কিন্তু কোনও কথা বলিনি। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু বাংলাতে কেউ মারা গেলেই রাজনীতি শুরু করছে বিজেপি।’’ তাঁর কথায়, বিজেপি বাংলাকে বদনাম করার চেষ্টা করছে৷ মিথ্যে ভিডিয়ো বানিয়ে মিথ্যা প্রচার করেছে৷ তিনি বলেন, আমি ৩৪ বছর বামেদের বিরুদ্ধে লড়াই করেছি৷ লড়াই করতে আমরা ভয় পাই না৷ 


তিনি আরও বলেন, ‘‘২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবে সাধারণ মানুষ। মণিপুরের মহিলাদের যে ভাবে অত্যাচার করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি সরকারের লজ্জা হওয়া উচিত।’’ এদিন মঞ্চে উঠেই মণিপুরকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। মমতা বলেন, ‘‘কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান? দেশের বেটিরা এখন জ্বলছে।’’

Around The Web

Trending News

You May like