শ্বশুরবাড়ির সামনে স্বামীর ধর্না! রাস্তায় গড়াল নব দম্পতির কীর্তি!

শ্বশুরবাড়ির সামনে স্বামীর ধর্না! রাস্তায় গড়াল নব দম্পতির কীর্তি!

 

নন্দকুমার: ঠিক যেন সিনেমা। স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে শ্বশুরবাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসল জামাই! নতুন জামাইয়ের এই কাণ্ড দেখে হতবাক নন্দকুমার থানার ধিতাইবসান এলাকার বাসিন্দারা। তবে এক্ষেত্রে ভিলেন শ্বশুর নয়, স্ত্রীই নাকি বেঁকে বসেছেন!

জানা গেছে, ধিতাইবসান এলাকার বাসিন্দা মনিদীপা কুইল্যার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় সুতাহাটা থানার ঠেকুয়ার বাসিন্দা সৌমেন সুকুলের। এরপর বাড়ির অনুমতি না নিয়ে সৌমেন সুকুলকে বিয়ে করে মণিদীপা। যদিও সৌমেনের বাড়ির সকলে বিয়ের ঘটনা জানতেন। বিয়ের পর কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকার পর বাপের বাড়ি চলে আসে মণিদীপা। এরপর থেকেই শ্বশুরবাড়িতে যেতে চাইছে না সে, তাই বাধ্য হয়ে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে ধর্নায় বসেছে যুবক।

শনিবার দুপুরে স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে নতুন জামাই। হাতে প্লাকাড, সঙ্গে তাদের সম্পর্কের বিভিন্ন মুহুর্তের ছবিও রয়েছে প্রমাণ হিসেবে রেখেছে যুবক। সৌমেনের অভিযোগ, এর আগেও একাধিক জনের সঙ্গে এই ব্যবহার করেছে মণিদীপা। স্ত্রী তাঁর সাথে বাড়ি যেতে রাজি না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে থাকবে বলেই জানিয়েছে সৌমেন সুকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 1 =