ভগবানপুর: বাস্তবের রোমিও জুলিয়েট৷ স্বামী মৃত্যুর শোকে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হল স্ত্রী। মর্মান্তিক ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বেতুলিয়াচক লালপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম মীরারানী জানা (৩৮)। ভগবানপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
অন্যদিকে তিন মাস আগে হারিয়েছে বাবাকে। এখন মা’কে হারিয়ে শোকে পাথর ১৮ বছরের শুভদীপ জানা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আগুন দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেন বেতুলিয়াচক লালপুর গ্রামের এক ব্যক্তি। চিৎকারে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। ততক্ষণে দেহে একাধিক কাপড় জড়িয়ে আগুন লাগিয়ে নিয়েছেন গৃহবধু। পাশেই পড়ে রয়েছে কেরেসিন তেলের ডাব্বা। স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানো চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ। বাড়ির মধ্যে তখন ঘুমোচ্ছে ১৮ বছরের ছেলে। বাড়ির দরজা বাইরে থেকে শিকল লাগানো।
পরিজনেরা জানান, ১৭ মে পেশায় আইসক্রিম বিক্রেতা চন্দন জানা (৪০) করোনা আক্রান্ত হয়ে পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷ তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন স্ত্রী মীরারানী জানা। শুক্রবার কান্না ভেজা গলায় ছেলে শুভদীপ বলেন, ” করোনা আক্রান্ত হলেও চিকিৎসা নিতে দূরের হাসপাতলে যেতে চাননি বাবা। মা জোর করে বাবাকে পাঠিয়ে ছিল পাঁশকুড়া বড়মা হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর থেকেই মা মানসিকভাবে ভেঙে পড়েন। বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে এসব করেছে মা৷’’ স্থানীয় বাসিন্দাদের ধারণানা, ছেলে যাতে মাকে বাঁচাতে এসে অগ্নিদগ্ধ না হয় তাই বাড়ির দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়েছিল মা। খবর জানাজানি হতেই ভগবানপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।