বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, জারি হলুদ সতর্কতা

কলকাতা: ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল৷ শনিবার সকালে অভিমুখ পরিবর্তন করার কথা রয়েছে বুলবুলের৷ রবিবার স্থলভাগের আছে পড়ার কথা রয়েছে৷ বুলবুল এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে৷ বুলবুলের জেরে জারি হয়েছে সতর্কতা৷ হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় বুলবুল এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপারে শক্তি বাড়িয়ে চলেছে৷ হাওয়া অফিস জানিয়েছে, মাঝ সমুদ্রে তীব্র

5b51bc6411f18fa00f963876e259bffe

বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, জারি হলুদ সতর্কতা

কলকাতা: ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল৷ শনিবার সকালে অভিমুখ পরিবর্তন করার কথা রয়েছে বুলবুলের৷ রবিবার স্থলভাগের আছে পড়ার কথা রয়েছে৷ বুলবুল এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে৷ বুলবুলের জেরে জারি হয়েছে সতর্কতা৷

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় বুলবুল এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপারে শক্তি বাড়িয়ে চলেছে৷ হাওয়া অফিস জানিয়েছে, মাঝ সমুদ্রে তীব্র থেকে তীব্রতর হয়ে ফুঁসছে ঘূর্ণিঝড়টি৷ কিন্তু যত দ্রুত স্থলভাগের দিকে এগোতে থাকবে, তত শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড়৷

মনে করা হচ্ছে, স্থলভাগে বুলবুলের গতিবেগ থাকতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার৷ ক্ষয়ক্ষতির আর সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ দীঘা-সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রেও জারি হয়েছে সতর্কতা৷ শুরু হয়েছে জলোচ্ছ্বাস৷ জারি হয়েছে হলুদ সতর্কতা৷ গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি শুরু করেছে স্থানীয় প্রশাসন৷

জানা গিয়েছে বুলবুল ঝড়ের দাপট কম থাকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে৷ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এই মুহূর্তে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি৷ তবে, আবহাওয়া বিশারদদের ধারণা, স্থলভাগে ঢোকার আগেই এটি শক্তি হারিয়ে ভারী বৃষ্টিপাত ঘটাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *