ঘনিয়ে এসেছে ঘূর্ণিঝড় বুলবুল, টানা দু’ঘণ্টার তাণ্ডবের আশঙ্কা!

কলকাতা: ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল৷ আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কিছুটা শক্তি খুইয়ে স্থলভাগের প্রবেশ করবে ঘূর্ণিঝড়৷ একটানা প্রায় ন’ঘণ্টা ধরে দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ হাওয়া অফিস নিয়েছে, এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়৷ প্রায় ১৩ কিলোমিটার বিস্তৃত রয়েছে ঘূর্ণিঝড়ের বলয়৷ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে

ঘনিয়ে এসেছে ঘূর্ণিঝড় বুলবুল, টানা দু’ঘণ্টার তাণ্ডবের আশঙ্কা!

কলকাতা: ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল৷ আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কিছুটা শক্তি খুইয়ে স্থলভাগের প্রবেশ করবে ঘূর্ণিঝড়৷ একটানা প্রায় ন’ঘণ্টা ধরে দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷

হাওয়া অফিস নিয়েছে, এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়৷ প্রায় ১৩ কিলোমিটার বিস্তৃত রয়েছে ঘূর্ণিঝড়ের বলয়৷ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে এগিয়ে আসছে বুলবুল৷ আজ সন্ধ্যা ৮ টা থেকে ১১টার মধ্যে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। স্থলভাগের আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের তীব্রতা থাকতে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১২০ কিলোমিটার৷ টানা ন’ঘণ্টা ধরে দুর্যোগ থাকবে৷ ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় বলয় অতিক্রম করতে সময় নেবে দু’ঘণ্টা৷ ফলে দু’ঘণ্টা ধরে ঝড়ের তাণ্ডব থাকার আশঙ্কা থেকেই যাচ্ছে৷

অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নবান্নের কন্ট্রোল রুমে হাজির হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে দুর্যোগ পরিস্থিতি দেখে দমদম বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *