কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ নিয়ে আন্দোলনের রত হয়েছে সরকারি কর্মীদের একটা বড় অংশ। এই ইস্যুতে ধর্মতলায় অনশনও করছিল তারা। কিন্তু ৪৪ দিনের মাথায় সেই অনশন প্রত্যাহার করে নেওয়া হল। যদিও ডিএ নিয়ে আন্দোলন আগের মতোই চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। কিন্তু আচমকা এই অনশন তুলে নেওয়া হল কেন? আন্দোলনকারীর জানিয়েছেন, একাধিক কর্মীদের অসুস্থতা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন- ১০০ কোটির চাকরি বিক্রি করেছেন অয়ন! বিপুল OMR সিট উদ্ধারে দাবি ইডির
কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে গত ৭ ফেব্রুয়ারি থেকে ধর্মতলার শহিদ মিনার ময়দানে অনশন শুরু করেছিলেন সরকারি কর্মচারীদের একাংশ। স্পষ্ট দাবি ছিল, সরকার যদি তাঁদের বক্তব্য না শোনে, ডিএ না বাড়ানো হয় তবে আন্দোলন আরও জোরদার হবে। নিজেদের দাবি মানাতে কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট সবই করেছে তারা। কিন্তু এখনও পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি। বরং সরকারের পক্ষ থেকে পরিষ্কার ধারনা দিয়ে দেওয়া হয়েছে যে ডিএ আর বাড়ানো যাবে না, কেন্দ্রীয় হারে তা দেওয়া সম্ভব নয়। এই অবস্থায় দাঁড়িয়ে শারীরিক অসুস্থতার কাছে কাবু হয়ে অনশন প্রত্যাহার করতে কার্যত বাধ্য হলেন আন্দোলনকারীরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”শান্তনু ঘনিষ্ঠের ফ্ল্যাটে মিলল TET-এর ওএমআর শিট! OMR sheets found in Ayan Sil’s flat” width=”835″>
জানান হয়েছে, দীর্ঘ অনশন আন্দোলনে অনেক কর্মী অসুস্থ হয়ে পড়ছিলেন। কারোর পেটের সমস্যা হয়েছে, কেউ গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন। অনেকে আবার কিডনির রোগে আক্রান্ত হয়েছেন। তাই কর্মীদের কথা মাথায় রেখেই আপাতত ডিএ-র দাবিতে অনশন স্থগিত রাখা হয়েছে। আসলে অনেকেই ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টের রায় চলে আসবে ডিএ নিয়ে। তাতে স্বস্তি মিলবে হয়তো। কিন্তু শীর্ষ আদালতে সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে আবার। এদিকে সরকারের চাপও যে বাড়বে সেটাও বড় বিষয়। তবে আন্দোলনে যে কোনও কমতি থাকবে না এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে।