১০০ দিনের কাজের দাবিতে অনশন আন্দোলন শ্রমিকদের

১০০ দিনের কাজের দাবিতে অনশন আন্দোলন শ্রমিকদের

চুঁচুড়া: গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বারবার জোড় দেওয়া হয়েছে ১০০ দিনের কাজের উপর৷ পরিযায়ী শ্রমিকদেরও এই কাজ দেওয়ার কথা বলা হয়েছে৷ অথচ বারবার আবেদন সত্ত্বেও মিলছে না ১০০ দিনের কাজ ও জবকার্ড৷ ধনিয়াখালি বিডিও ও বেলমুড়ি পঞ্চায়েতে ১০০ দিনের কাজ ও জবকার্ডের জন্য স্মারকলিপি দেওয়ার পরেও সমস্যার সুরাহা হয়নি৷ এর পরেই জাবকার্ডের দাবিতে অনশন অবস্থান শুরু করেন স্থানীয় কিছু মানুষ৷ এই সকল মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন এবং সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের সদস্যরা৷   
জানা গিয়েছে, গত ১৮ মে ধনিয়াখানির বিডিও এবং বেলমুড়ি পঞ্চায়েতে ১০০ দিনের কাজ ও জবকার্ডের আবেদন জানান স্থানীয় শ্রমিক-দিনমজুররা৷ এর পর ৪ জুন ফেরে পৃথক পৃথক ভাবে বেলমুড়ি পঞ্চায়েতে জবকার্ডের জন্য আবেদন জানানো হয়৷ এদের মধ্যে অনেকেই আবার পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে৷ কিন্তু বারবার আবেদন সত্ত্বেও  ১০০ দিনের কাজ শুরু হয়নি হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত জয়হরিপুর গ্রামে৷ 
অভিযোগ, পার্শ্ববর্তী গ্রামগুলিতে ১০০ দিনের কাজ চালু হলেও জয়হরিপুরে ১০০ দিনের কাজ চালু করা হচ্ছে না৷ অথচ ইতিমধ্যেই ১০০ দিনের কাজ শুরু হয়েছে আকিলপুর, কনুই বাঁকায়৷ এই কাজ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেই অভিযোগ জানিয়েছেন সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের সদস্য সজল দে৷ তাঁর দাবি, জয়হরিপুরে তৃণমূলের ভিত অনেকটাই দূর্বল হওয়ায় এখানে ১০০ দিনের কাজ দিতে চাইছে না শাসকদল৷ জয়হরিপুর লাগোয়া তালবোনা গ্রামেও তৃণমূলের সংগঠন একেবারেই নড়বড়ে৷ সেখানেও একই ছবি দেখা গিয়েছে৷ জবকার্ড ও ১০০ দিনের কাজ পাচ্ছে না সেই গ্রামের শ্রমিকরা৷  
১০০ দিনের কাজের জন্য আবেদন করা হলে, ১৫ দিনের মধ্যে কাজ দিতে বাধ্য সরকার৷ অথচ এখানে রাজনীতি ও দলবাজি চলছে বলে অভিযোগ৷ বেছে বেছে লোকজনকে জবকার্ড দেওয়া হচ্ছে৷ নির্দিষ্ট কিছু গ্রামে ১০০ দিনের কাজ শুরু করা হচ্ছে৷ 
সজলবাবু জানান, তাঁরা বিডিও-র কাছে ডেপুটেশনে যাওয়ার পর উনি বলেছিলেন, ৭৭ হাজারের বেশি জব কার্ড দেওয়া যাবে না৷ অর্থাৎ ৭৭ হাজারের জায়গায় ৮০ হাজার হলেই আর মিলবে না জাব কার্ড৷ অথচ ১০০ দিনের কাজ পাওয়ার অধিকার সকলের আছে৷ কিন্তু এখানে ১০০ দিনের কাজ চালু করা হচ্ছে না জবকার্ডও দেওয়া হচ্ছে না৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়েই অনশন অবস্থান শুরু করেছে স্থানীয় মানুষ৷ 
১০০ দিনের কাজ ও জবকার্ডের দাবিতে গত মঙ্গলবার থেকে জয়হরিপুরে অনশনে বসেছেন মিলন রায়, চিরঞ্জিত রায়, রবি মাহেলী এবং সঞ্জিত দে’রা৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং ডিএম এর হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন তাঁরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =