দূষণমুক্ত গঙ্গার দাবিতে অনশন, বিক্ষোভ

চাই দূষণ মুক্ত গঙ্গা। চাই গঙ্গার অবিরলবহমানতার নিশ্চয়তা। এই দাবিতে রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির উদ্যোগে পানিহাটি মহোৎসবতলা গঙ্গার ঘাটে একদিনের প্রতীকী অনশন ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো।এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ৮ ঘন্টার অনশনে অংশ নেন বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্বসহ বিভিন্ন পরিবেশ সংগঠনের শতাধিক জনবিজ্ঞান কর্মী। সবুজ মঞ্চ,

দূষণমুক্ত গঙ্গার দাবিতে অনশন, বিক্ষোভ

চাই দূষণ মুক্ত গঙ্গা। চাই গঙ্গার অবিরলবহমানতার নিশ্চয়তা। এই দাবিতে রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির উদ্যোগে পানিহাটি মহোৎসবতলা গঙ্গার ঘাটে একদিনের প্রতীকী অনশন ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো।এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ৮ ঘন্টার অনশনে অংশ নেন বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্বসহ বিভিন্ন পরিবেশ সংগঠনের শতাধিক জনবিজ্ঞান কর্মী। সবুজ মঞ্চ, জাতীয় নদী বাঁচাও কমিটি, পুনর্ভবা প্রভৃতি সংগঠনগুলিও এই প্রতীকী প্রতিবাদ সভায় সামিল হয়।

দূষণমুক্ত গঙ্গার দাবিতে অনশন, বিক্ষোভএই একই দাবিতে ১১১ দিন অনশনের পর ২০১৮ সালের অক্টোবরে মৃত্যুবরণ করেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী অশীতিপর ড. জি.ডি. আগরওয়াল ওরফে স্বামী জ্ঞান স্বরূপ সানন্দ সরস্বতী। একই দাবিতে সেই অক্টোবর থেকেই হরিদ্বারের মাতৃমন্দিরে অনশন করে চলেছেন মাত্র সাতাশ বছর বয়সী প্রকৌশলী ব্রহ্মচারী আত্মবোধানন্দ। কেবল সামান্য জল ও মধু খেয়ে তিনি পার করেছেন প্রায় ৬ মাস।

কিন্তু কেন্দ্রের মোদী সরকারের কানে এতটুকুও জল ঢোকেনি । সম্প্রতি তিনি সাত পাতার একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন অবিলম্বে গঙ্গা রক্ষায় উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করলে আগামি ২৫ এপ্রিল থেকে তিনি এই অশক্ত শরীরে নির্জলা উপবাস শুরু করবেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দূষণ মুক্ত গঙ্গার অবিরল প্রবাহ নিশ্চিত করার দাবিতে তরুন ব্রহ্মচারী আত্মবোধানন্দের এহেন মরণপণ আন্দোলনের পাশে থাকার বার্তা দিতেই রবিবার

এই ৮ ঘন্টা প্রতীকী অনশনের আয়োজন করে। অনশন মঞ্চ থেকে বক্তারা গঙ্গাসহ ভারতের তথা বাংলার সমস্ত নদীকে দূষণের হাত থেকে বাঁচানোর লক্ষে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন ও জন সচেতনা গড়ে তোলার অঙ্গীকার করেন। বক্তৃতা, নাচ, গান, আবৃত্তি, কবিতা পাঠের মধ্যে দিয়ে এই প্রতীকী অনশন, নিঃসন্দেহে, আগামিদিনে রাজ্যজুড়ে বড় আকারে নদী বাঁচাও আন্দোলন গড়ে তোলার বীজ বপন করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seven =