আচমকা লাল বাজারে বিকল কয়েকশো সিসি ক্যামেরা, নেপথ্যে সাইবার হানা?

আচমকা লাল বাজারে বিকল কয়েকশো সিসি ক্যামেরা, নেপথ্যে সাইবার হানা?

কলকাতা: আচমকাই বিকল লাল বাজারের সিসি ক্যামেরা৷ এক ঘণ্টা ধরে কন্ট্রোল রুম সহ কয়েকশো সিসি ক্যামেরা অকেজো হয়ে রইল। কী ভাবে সিসি ক্যামেরা বিকল হল তা খতিয়ে দেখছেন লাল বাজারের গোয়েন্দা দফতরের শীর্ষ কর্তারা৷ বিকল হওয়ার পিছনে কি সাইবার হানা? খতিয়ে দেখা হচ্ছে সেই  বিষয়টিও৷ 

আরও পড়ুন- ‘সব কাজ করে দিয়েছি, আর কী প্রয়োজন আছে?’, নবান্নে প্রশ্ন মমতার

লাল বাজার থেকে যে সিসি ক্যামেরাগুলি মনিটার করা হয় সেগুলি কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে৷ এর মধ্যে যেমন ট্রাফিকের কিছু ক্যামেরা রয়েছে৷ তেমনই রয়েছে থানার সিসিটিভি ফুটেজ৷ লাল বাজারের সিনিয়র অফিসার ও কন্ট্রোল রুম এগুলি মনিটর করে থাকে৷ সূত্রের খবর, আজ সকালে আচমকাই লাল বাজারের কয়েকশো সিসি ক্যামেরা বিকল হতে শুরু করে৷ একটি ক্যামেরাও কাজ করছিল না৷ কী কারণে এই পরিস্থিতি তৈরি হল তা বোঝা যাচ্ছে না৷ এর পরেই গোয়েন্দা বিভাগের অফিসাররা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন৷

আরও পড়ুন- ‘ডবল ডোজেও’ রক্ষা পেলেন না, প্রয়াত তবলিয়া শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়

একসঙ্গে ক্যামেরা বিকল হওয়ার পিছনে সাইবার হানা রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে৷ লাল বাজারের সাইবার বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে৷ যদি এই ঘটনার সঙ্গে সাইবার হামলা জড়িয়ে থাকে তাহলে তা লাল বাজারের ইতিহাসে বেনজির৷ এর আগে কোনও দিন এক সঙ্গে এতগুলি ক্যামেরা লাল বাজারে বন্ধ হয়ে যায়নি৷ গোটা বিষয়টাই অফিসারদের সুপারভিশনে আছে৷ আর কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =