৫ বার দল বদলে তৃণমূলে ফিরলেন হুমায়ুন, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন

৫ বার দল বদলে তৃণমূলে ফিরলেন হুমায়ুন, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন

 
বহরমপুর: টানা ৩০ বছর কংগ্রেস৷ তারপর তৃণমূলে৷ তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে৷ পরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ৷ এবার বিজেপি ছেড়ে তৃণমূল নাম লেখালেন মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবীর৷ এই নিয়ে শেষ ৮ বছরে পাঁচবার দলবদল করে বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন মুর্শিদাবাদের এই তৃণমূল নেতা৷ আজ স্থানীয় নেতৃত্বের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন হুমায়ুন৷ যোগদান অনুষ্ঠানে শিখিয়ে সামাজিক দূরত্ব বিধি৷ ছিল বিশাল জামায়েত৷

করোনার দূরত্ব বিধিকে পাত্তা না নিয়ে স্থানীয় নেতৃত্বের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা হুমায়ুন৷ যোগদান অনুষ্ঠানে ঘিরে হয়েছিল বিশাল জামায়াত৷ প্রায় হাজারখানেক মানুষের জমায়েত করে হুমায়ুন কবীরকে তৃণমূলের তরফে অভ্যর্থনা জানানো হয়৷ মঞ্চের ওপর ছিল বিশাল ভিড়৷ খোলা মঞ্চে অন্ততপক্ষে ১০-১৫ জন তৃণমূল নেতা হুমায়ুনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন৷ ভিড়ে ঠাসা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উঠতে থাকে জয়ধ্বনী৷ মঞ্চের বিপরীতে প্রায় হাজারখানেক তৃণমূল কর্মীদের ভিড়ে ছিল না কোন সামাজিক দূরত্ব৷ মাস্কও ছিল না বহু তৃণমূল কর্মীর মুখে৷

বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখানোর পর হুমায়ুন কবিরের মন্তব্য, ‘‘আমি একটানা ৩০ বছর কংগ্রেস করেছি৷ তারপর তৃণমূলের এসেছি৷ আবার কংগ্রেসে গিয়েছি৷ তার পরে আবার বিজেপিতে গিয়েছিল৷ বিজেপিতে স্বেচ্ছায় যোগ দিয়েছিলাম৷ দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লিখিয়ে ছিলাম৷ গত ১৭ নভেম্বর ২০১৯ সালে আমি অমিত শাহের সামনে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জে উঠে, আমি স্বেচ্ছায় বিজেপি ছেড়ে দিয়েছি৷ এখন যারা বলছে আমার কোনও বিশ্বাস যোগ্যতা নেই, আমার কাজের মাধ্যমে আগামী দিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করাটা আমার প্রধান লক্ষ্য৷’’  তবে করোনা সংক্রমনের আবহে হাজারখানিক কর্মী-সমর্থক ও মঞ্চে তৃণমূল নেতাদের সামাজিক দূরত্ব বিধি না পালনের বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি হুমায়ুন৷ জানিয়েছেন, এটাই জনসমর্থন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *