মুসলিম মহিলারা কি টাকা পাবেন? রাজ্যের প্রকল্প নিয়ে হুমায়ুনের প্রশ্নে অস্বস্তিতে দল

মুসলিম মহিলারা কি টাকা পাবেন? রাজ্যের প্রকল্প নিয়ে হুমায়ুনের প্রশ্নে অস্বস্তিতে দল

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রক্তপাত নিয়ে সংবাদমাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করেছিলেন তিনি। তাতে তাঁর দল অস্বস্তিতে পড়েছিল বৈকি। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মন্তব্য করে আবার কি দলকে অস্বস্তিতে ফেললেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর? প্রশ্ন উঠেই গেল। কারণ তিনি আবারও এক জল্পনা উদ্দীপক মন্তব্য করেছেন। 

ক’দিন আগে সম্পন্ন হওয়া পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছিলেন হুমায়ুন। তা নিয়ে তাঁর দলের অন্দরে হা-হুতাশ হয়েছিল। সেই ঘটনার দিন কুড়ি যেতে না যেতেই বিধানসভায় এবার আলটপকা মন্তব্য করলেন তিনি তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। শুক্রবার বিধানসভায় এই প্রকল্প নিয়ে প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, মুসলমান মহিলাদের অবস্থা আর্থিক ভাবে ভাল না। তাহলে তফসিলি জাতি এবং জনজাতি মহিলাদের মতো মুসলমান মহিলাদের এই প্রকল্পে হাজার টাকা দেওয়া হবে কি? স্বাভাবিকভাবেই তাঁর এই প্রশ্নে বিধানসভায় শোরগোল পড়ে যায়।

যদিও বিধানসভার অধিবেশন থেকে বেরিয়েই নিজের সুর বদলে ফেলেন হুমায়ুন কবীর। তিনি তখন বলেন, লক্ষ্মীর ভাণ্ডার একটি মাইলফলক প্রকল্প, এটাই বলতে চেয়েছেন তিনি। কিন্তু বিধানসভার অন্দরে তিনি কী বলেছেন আর বাইরে কী বোঝাতে চাইলেন তার মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ আছে তা অস্বীকার করতে পারবেন না খোদ তৃণমূল নেতা, মন্ত্রীরাও। অন্যদিকে সূত্রের খবর, বিধানসভাতেই তাঁর বক্তব্যের পর রাজ্যের একাধিক মন্ত্রী হুমায়ুনকে সঙ্গে সঙ্গে বোঝাতে আসেন। তিনি কেন এমন করলেন তা জানতে চান।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =