সাধারণতন্ত্র দিবসে বামেদের মানব বন্ধন কর্মসূচি

কলকাতা: সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বামফ্রন্টের উদোগে শনিবার রাজ্যজুড়ে পালিত হল মানববন্ধন কর্মসূচি৷ এদিন কলকাতায় এন্টালি বাজার, গড়িয়াহাট মোড় এবং মাণিকতলা এলাকায় অসংখ্য মানুষ হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷ শপথ গ্রহণ করেন এই দেশ ও দেশবাসীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার৷ দেশবাসীর মধ্যে অটুট ঐক্য রক্ষার৷ এন্টালি বাজারের সামনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ উপস্থিত

সাধারণতন্ত্র দিবসে বামেদের মানব বন্ধন কর্মসূচি

কলকাতা: সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বামফ্রন্টের উদোগে শনিবার রাজ্যজুড়ে পালিত হল মানববন্ধন কর্মসূচি৷ এদিন কলকাতায় এন্টালি বাজার, গড়িয়াহাট মোড় এবং মাণিকতলা এলাকায় অসংখ্য মানুষ হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷ শপথ গ্রহণ করেন এই দেশ ও দেশবাসীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার৷ দেশবাসীর মধ্যে অটুট ঐক্য রক্ষার৷

এন্টালি বাজারের সামনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ উপস্থিত ছিলেন বিভিন্ন বামপন্থী দল ও সংগঠন এবং গণসংগঠনের নেতাকর্মীরা৷ সকাল এগারটা থেকে এগারটা দশ মিনিট পর্যন্ত শপথবাক্য উচ্চারণ করেন সারিবদ্ধ হাজার হাজার জনতা৷ এখানে শপথবাক্য পাঠ করান প্রবীণ সিপিআই(এম) নেতা প্রশান্ত চট্টোপাধ্যায়৷ এই কর্মসূচি শেষ হলে এখানে সংক্ষিপ্ত এক সভা হয়৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘আমাদের মানববন্ধন কর্মসূচির শপথ হল এই দেশ ও দেশবাসীকে ঐক্যের বাঁধনে এক রাখার৷ আমরা চাই মেহনতি মানুষের ঐক্য৷ আজ দেশের সামনে বড় বিপদ৷ তার মোকাবিলা করতে বাম ও গণতান্ত্রিক শক্তির ঐক্য খুবই জরুরি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =