রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রাক্তন বনমন্ত্রীর চিকিৎসার ভার নিলেন মানবিক মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক সৌজন্য দেখালেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মণের চিকিৎসার সমস্ত ভার নিল রাজ্য সরকার৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী যোগেশ চন্দ্র বর্মণের পাশে দাঁড়িয়ে তাঁর লিভারের চিকিৎসার জন্যে ৩৭ লক্ষ টাকা মঞ্জুরও করেছেন মুখ্যমন্ত্রী৷ মানবিক মমতার ফোন পেয়ে বেডে শুয়েই কেঁদে ফেলেন বামফ্রন্টের এই বর্ষীয়ান নেতা৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ আর্থিক

aec3306c7fb3b5c4aa3b6792fd9a95e6

রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রাক্তন বনমন্ত্রীর চিকিৎসার ভার নিলেন মানবিক মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক সৌজন্য দেখালেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মণের চিকিৎসার সমস্ত ভার নিল রাজ্য সরকার৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী যোগেশ চন্দ্র বর্মণের পাশে দাঁড়িয়ে তাঁর লিভারের চিকিৎসার জন্যে ৩৭ লক্ষ টাকা মঞ্জুরও করেছেন মুখ্যমন্ত্রী৷ মানবিক মমতার ফোন পেয়ে বেডে শুয়েই কেঁদে ফেলেন বামফ্রন্টের এই বর্ষীয়ান নেতা৷

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ আর্থিক অনটনের কারণে ভাল চিকিৎসার ব্যবস্থাও করা যায়নি৷ সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই মন্ত্রীর অসহযায় অবস্থার কথা ছড়িয়ে পড়ে৷ পরে, সোশ্যাল মিডিয়ার উদ্যোগে লিভারের জটিল রোগে আক্রান্ত মন্ত্রীকে কলকাতার হাসপাতালে ভর্তি আছেন সাধারণ বেডে ভর্তি করা হয়৷ প্রাক্তন এই মন্ত্রীর জন্যে জোটেনি একটি কেবিনও৷ মেলেনি সরকারি পরিষেবাও৷ প্রাক্তন মন্ত্রীদের চিকিৎসায় ছাড় দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ ওঠে৷ পরে যোগেশ বাবুর পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *