কলকাতা: গড়িয়া শ্মশানের ভয়ানক কাণ্ড এখনও মানুষের মন থেকে মুছে যায়নি৷ সোশ্যাল মিডিয়ায় গড়িয়া শ্মশানের অজ্ঞাত পরিচয়ের দেহ দাহ করার ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল। আঁকশি লাগিয়ে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছিল একের পর এক মৃতদেহ। এই ঘটনায় স্বোচ্চার হয়েছিলেন বিরোধী থেকে খোদ রাজ্যপালও৷ এবার গড়িয়া শব-কাণ্ডে রাজ্য সরকারের থেকে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন! ছ’সপ্তাহের মধ্যে ওই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রে খবর৷
জাতীয় মানবাধিকার কমিশনে একটি অভিযোগ দায়ের করেন আইনজীবী বিপুল চট্টোপাধ্যায়। গত ১৭ জুন জাতীয় মানবাধিকার কমিশনে এই বিষয়ে অভিযোগ জমা করেন তিনি। ওই দিন গড়িয়া শ্মশানে ১৩ থেকে ১৪ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ অত্যন্ত ‘অমানবিক’ ভাবে সত্কারের অভিযোগ করা হয়েছে ওই আবেদনে৷ কলকাতা পুর নিগমের বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছে৷ গত ১০ জুন একটি ভিডিওয়ের মাধ্যমে গড়িয়া শশ্মানের ঘটনা প্রকাশ্যে আসে৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গড়িয়া শ্মশানে বেশ কিছু পচাগলা শবদেহকে গলায় আঁকশি গেঁথে হিড়হিড় করে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে গাড়িতে। এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই কলকাতা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম৷ অভিযোগ ওঠে, করোনায় আক্রান্ত ও মৃতের খবর চেপে যাচ্ছে রাজ্য সরকার! গোপনে দেহ সত্কারের ব্যবস্থা করা হচ্ছে! তবে কলকাতা পুরসভার থেকে জানানো হয়, ওই দেহগুলি বেওয়ারিশ৷ দেহের কেউ দাবি না করায় পোড়ানো হয়েছে৷ করোনা আক্রান্ত মৃতদের দেহ নয় বলেও সরকারি ভাবে জানানো হয়৷