ফের বীরভূমের থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

ফের বীরভূমের থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূমের মহম্মদ বাজার থানার জয়পুরে। বিস্ফোরক বোঝাই গাড়িসমেত একজনকে আটক করেছে পুলিশ। ওই বিপুল পরিমাণ বিস্ফোরক কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে রানীগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের মহম্মদ বাজারের জয়পুর এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন  সময় একটি মারুতি ভ্যান দেখে সন্দেহ হয়।

গাড়ি তল্লাশি করলে প্লাস্টিকের প্যাকেটে মোড়া প্রায় ৩৯,০০০ টি ডিটোনেটর উদ্ধার হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয় গাড়ির চালক আশিস কেওরাকে। আশিসের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এলাকায়। ধৃতকে  জিজ্ঞাসাবাদ করলে জানা যায় রাণীগঞ্জ থেকে বিস্ফোরকগুলি রামপুরহাট পাথর শিল্পাঞ্চল এলাকার কোন পাথর খাদানে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও সেই মর্মে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট বিস্ফোরকগুলো পাথর খাদানে ব্যবহার না কোন নাশকতামূলক কাজের জন্য পাচার হচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডিটোনেটরগুলির বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা। বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি মারুতি ভ্যান গাড়ি থেকে বিপুল পরিমাণে ডিটোনেটর উদ্ধার হয়। একজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে”। পুলিশ সূত্রে খবর এভাবে খাদানে ব্যবহারের জন্য উল্লেখ করে প্রায়ই বিস্ফোরক পাচার করা হচ্ছে এলাকায়।

সামনেই বিহার বিধানসভার নির্বাচন, তার আগে সীমান্ত লাগোয়া এইসব এলাকায় সমাজবিরোধীমূলক কার্যকলাপ বেড়ে চলেছে। বিহারের ভিতরে পুলিশ প্রশাসন নির্বাচনের আগে তৎপর হলেও দুষ্কৃতীরা তাদের জাল বিছিয়ে রেখেছে। সেক্ষেত্রে এই সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে তাদের সক্রিয়তা রুখতে আঁটোসাঁটো ব্যবস্থা নিয়েছে পুলিশ। তারই অংশ হিসেবে চলছে পুলিশের লাগাতার নাকা চেকিং। পুলিশ সঠিকভাবে না জানালেও ধরা পড়া ডিটোনেটরগুলি প্রাথমিকভাবে নাশকতার কাজে ব্যবহারের জন্যই নেওয়া হয় বলে মনে করা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eight =