বৃষ্টির ভ্রুকুটি আটকাতে পারেনি মানুষের ঢল, নবমীর রাতে জনস্রোত

বৃষ্টির ভ্রুকুটি আটকাতে পারেনি মানুষের ঢল, নবমীর রাতে জনস্রোত

nabami night

কলকাতা: সকাল থেকেই বৃষ্টি, আকাশ মেঘলা। রাতে কী হবে তা নিয়ে শত চিন্তা ছিল। কিন্তু নবমীর রাতে মানুষের ঢলে কোনও অন্ত ছিল না। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই দুর্গা মা দর্শনে নেমেছিল বাঙালি। সৌভাগ্যের বিষয়, সন্ধ্যার পর থেকে তেমন ভাবে আর বৃষ্টির মুখ দেখতে হয়নি কাউকে। তাই নবমীর রাতে রাস্তায় রাস্তায় ছিল সেই চিরাচরিত ভিড়। 

অষ্টমীর বিকেল থেকেই আবহাওয়ার রঙ বদলে যেতে শুরু করেছিল। নবমীর দিন যে কিছু একটা হতে চলেছে তার আন্দাজ মিলছিল। তার সঙ্গে তো হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। সব মিলিয়ে গতকাল সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার, বেলা বাড়তেই নামে বৃষ্টি। কলকাতা সহ একাধিক জেলায় বিভিন্ন অংশে বর্ষণ শুরু হওয়ায় বাঙালির মন খারাপ হয়ে গিয়েছিল। হাওয়া অফিসের অশনি সঙ্কেত ছিল, রাতেও ভিজতে পারে রাজ্যের একাধিক অঞ্চল। কিন্তু তেমনটা হয়নি। সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও উৎসবমুখী জনতাকে নবমীর রাতে দমাতে পারেনি। 

এরই মাঝে চমকের বিষয় হল, উত্তর থেকে দক্ষিণ কলকাতায় মানুষের ভিড়ের চাপ কিছুটা বেশিই ছিল এবার। বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মত, বেলা যত গড়িয়েছে, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢলও নেমেছে তত। দীর্ঘ লাইন পেরিয়ে মণ্ডপে ঢুকতে কখনও এক ঘণ্টা, কখনও বা আরও বেশি সময় লেগেছে। যে পরিমাণ ভিড় হবে বলে ভাবা হয়েছিল, তার থেকেও বেশি ভিড় হয়েছে। পুলিশের একাংশও মনে করেছে, উত্তরের মণ্ডপে ভিড় সামাল দেওয়া এবার দক্ষিণের তুলনায় ‘সহজ’ হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =