কলকাতা: একই দিনে দুই জায়গায় দুই হেভিওয়েটের সভা। কাঁথি এবং ডায়মন্ড হারবার। ইতিমধ্যেই গতকাল রাত থেকে বিরাট উত্তাপ শুভেন্দু অধিকারী গড়ে। কারণ সেখানে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে বিজেপির সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির সভার মঞ্চ ভাঙার অভিযোগও করা হয়। সেই নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। মনে করালেন, কাঁথিতেও একটা সভা হচ্ছে! তবে উত্তেজনা আরও বেড়েছে কারণ, শুভেন্দুর সভার পথে যাওয়ার সময় দুই দলের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন- উদ্ধার হল দুই ঝলসানো দেহ, বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি বিজেপির
জানা গিয়েছে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে ১১৭ নম্বর জাতীয় সড়কে তৃণমূল পথ অবরোধ করেছিল। সেখানেই বিজেপির সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিজেপির কর্মী-সমর্থকদের। অল্প সময়ের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় দাঁড়ানো মোটর বাইকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলেও খবর। এদিকে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোঁড়া হয়েছে। গোটা বিষয় নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, চিরদিন কারোর সমান যায় না। কাঁথিতে আজ শান্তিতে সভা হবে। আর এদিকে ভয় পেয়ে একটা সভা করতে দেওয়া হচ্ছে না।
বিরোধী নেতার আরও দাবি, ভোট পরবর্তী হিংসায় অভিযুক্তরাই তাঁর সভায় বাধা দিচ্ছেন। এদিকে পুলিশ বিজেপি কর্মীদের আটকাচ্ছে। তাঁর সভার সব রাস্তাই বন্ধ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।