খুন বিজেপির এজেন্ট, তৃণমূল কর্মী, পঞ্চায়েতের সকাল থেকেই রক্তের ধারা

খুন বিজেপির এজেন্ট, তৃণমূল কর্মী, পঞ্চায়েতের সকাল থেকেই রক্তের ধারা

e9dbb97617bb58a6974cff313300d12b

কলকাতা: ভোটের ঘোষণা হওয়ার পর থেকেই একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর এসেছে। পঞ্চায়েত ভোটের সকালও তার ব্যতিক্রম হল না। এদিনও সকাল থেকে খুনের খবর আসতে শুরু করেছে। মুর্শিদাবাদে দুই এবং মালদহে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। অন্যদিকে, কোচবিহারে খুন করা হয়েছে বিজেপির এজেন্টকে বলে দাবি। সব মিলিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে ভোটের সকাল থেকেই। 

রাজ্যের একাধিক প্রান্ত থেকে গুলি চলা এবং মারধরের খবর আসছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও উত্তেজনা ছড়িয়েছে। চকমরিচায় দুই আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট ঘোষণার পর্বের পর যা যা হয়েছে তাতে আশঙ্কা করাই হচ্ছিল যে ভোটের দিন আরও বেশি রক্তাক্ত হবে। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। মুর্শিদাবাদের বেলডাঙা দু’নম্বর ব্লকের রেজিনগর থানার নাজিরপুরে ইয়াসিন শেখ নামে তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। আবার ডোমকলে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি এবং খড়গ্রামে তৃণমূল কর্মী শাহাবুদ্দিন শেখকে খুনের অভিযোগ উঠছে। 

বাদ যায়নি হুগলির আরামবাগ। সেখানে আড়ান্ডি এক নম্বর অঞ্চলের সাতমাসায় গুলি চালানোর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এছাড়া কোচবিহারের সিতাই বিধানসভার এক নম্বর ব্লকে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথের মধ্যে আগুন লাগানো হয় বলেও দাবি করা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *