আদালতে যাওয়ার সময় ধাক্কাধাক্কি! পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ রাকেশের

আদালতে যাওয়ার সময় ধাক্কাধাক্কি! পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ রাকেশের

কলকাতা: মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর বিস্ফোরক অভিযোগের পর গতকাল গ্রেফতার হয়েছেন বিজেপি নেতার রাকেশ সিং এবং তার ছেলে। এদিন আদালতে নিয়ে যাবার সময় ব্যাপক ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয় তাকে ঘিরে। এমনকি মাটিতে পড়েও যান বিজেপি নেতা রাকেশ সিং। এই প্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করেছেন তিনি! সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় আদালত চত্বরে।

এদিকে রাকেশ সিংয়ের গ্রেফতারির ব্যাপারে পুলিশ দাবি করছে, পামেলা গোস্বামী কে জেরা করার পর তাদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে এবং সেখান থেকেই জানা গিয়েছে পামেলাকে কোকেন সরবরাহ করতেন খোদ রাকেশ সিং। পুলিশ স্পষ্ট জানাচ্ছে, পামেলা গোস্বামীর অভিযোগের ভিত্তিতেই রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, এই মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং ছাড়াও আরো একজনকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। দু’জনকেই আজ আদালতে তোলা হচ্ছে। গতকাল দীর্ঘ ২ ঘণ্টা পর তাঁর বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ৷ বিজেপি নেতার বাড়িতে নারকটিক্স সেলের তল্লাশি চলে৷ তল্লাশি শেষ হতেই গ্রেফতার করা হয় রাকেশ সিং ও তাঁর ছায়াসঙ্গী জীতেন্দ্র৷ বর্ধমানের গলসি থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷ একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাকেশ সিংহের দুই ছেলেকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ৷ পরে রাকেশের দুই ছেলেকেও গ্রেফতার করে পুলিশ৷

পামেলা গোস্বামী বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপিরই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের বিরুদ্ধে! বলেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাকেশ সিং যে এই ঘটনায় অভিযুক্ত তার জন্য তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এদিকে পামেলা গোস্বামী প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের আলোচনায় যোগ দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে তিনি দাবি করেছেন, গ্রেফতার হওয়ার আগে পামেলা গোস্বামী সঙ্গে কথা হয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =