টিটাগড়: ষষ্ঠ দফার ভোটে মনে করা হয়েছিল আগের দফার ভোট থেকে হয়তো কম উত্তেজনা সৃষ্টি হবে। কিন্তু আখেরে বোঝা যাচ্ছে পাঁচ দফা নির্বাচনের মতো আজ ষষ্ঠ তফাত ও একই ধরনের ঘটনা ঘটছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অশান্তির ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যেই। হয়ে গিয়েছে বোমাবাজি এবং মারধরের মতো ঘটনা। এবার বোমাবাজিতে গুরুতর জখম হলো শিশুসহ বেশ কয়েকজন। বোমাবাজির ঘটনা ঘটেছে ব্যারাকপুর বিধানসভা এলাকায়। ঘটনাস্থল টিটাগড়।
জানা গিয়েছে, রাস্তায় বেশ কয়েকজন শিশু খেলছিল ঠিক তখনই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সঙ্গে সঙ্গে স্প্রিন্টারের আঘাতে গুরুতর জখম হয় এক শিশুসহ ৬ জন। আহত শিশুর থুতনিতে স্প্রিন্টার গিয়ে লেগেছে। অন্য এক যুবকের বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হঠাৎ করেই মাস্ক পরা কিছু জনে সে এলাকায় বোমাবাজি শুরু করে। প্রায় সাত থেকে আটটা বোম ফেলা হয়। একই সঙ্গে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। সুতরাং এখানে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ নিহত না হলেও বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।