প্রার্থী বদলের দাবিতে ব্যাপক শোরগোল, বিজেপি অফিসে বিক্ষোভ

প্রার্থী বদলের দাবিতে ব্যাপক শোরগোল, বিজেপি অফিসে বিক্ষোভ

কলকাতা: এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি শিবির। আংশিক তালিকা প্রকাশ করতে না করতেই প্রার্থী বদলের দাবিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। শুধুমাত্র এক জায়গায় নয়, রাজ্যের একাধিক কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নিয়ে খুশি নন কর্মী-সমর্থকরা। সেই জন্য হেস্টিংসের বিজেপি অফিসারের সামনে বিক্ষোভ দেখান গেরুয়া কর্মী-সমর্থকদের অধিকাংশ। 

ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেমন সমস্যা, তেমনি পাঁচলা, উদয়নারায়নপুরের প্রার্থী বদলের দাবি উঠছে বিজেপি কর্মী-সমর্থকদের থেকে। অন্যদিকে সিঙ্গুরের প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য, যিনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাঁকে প্রার্থী করা নিয়েও ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপির হেস্টিংস অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করার সময় অফিসে ঢুকতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে। তাঁকে ঘিরেও তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভের পাশাপাশি স্লোগান তুলতে দেখা যায় বিক্ষোভকারীদের। রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। গোটা ঘটনায় যে অবশ্যই ভাবে চাপে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- আদিবাসীদের প্রকল্পেও কাটমানি নেন মমতা! বিস্ফোরক শাহ

এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আদি বিজেপি এবং তৎকাল বিজেপির একটা লড়াই চলছিল তাই এই ঘটনা একেবারেই প্রত্যাশিত। আর এই পরিস্থিতির মধ্যে মাতব্বরি করতে আসছে পরিযায়ী বিজেপি। বিজেপির কর্মী-সমর্থকদের থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের নীতি সম্পূর্ণ আলাদা, কিন্তু এতদিন যারা তৃণমূল কংগ্রেসে ছিল তারা এখন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বিজেপির মঞ্চে গিয়ে বসে রয়েছে। এদিকে যারা এতদিন ধরে বিজেপি দলটি করল, তাদের গুরুত্ব না দিয়ে তৃণমূল থেকে যাওয়া সেই সব নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে একসময় বিজেপির নেতারা আওয়াজ তুলতেন। এই কারণেই এই পরিস্থিতি কখনোই মানতে পারবেন না তারা। তাই তাদের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =