দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুর স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে ৭০ লক্ষ টাকা উদ্ধার করল জিআরপি। ধৃত ওই ব্যক্তি বারাণসীর বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এই টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন তার সদুত্তর পাওয়া যায়নি। তাঁকে আটক করে জেরা করছে জিআরপি৷ অনুমান, বারাণসী থেকে বাংলায় এই টাকা আনা হচ্ছিল৷ কী কারণে এই টাকা আনা হচ্ছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত৷
অন্যদিকে, বুধবার রাতে কয়েক লক্ষ কালো টাকা উদ্ধার করে লালবাজার গোয়েন্দা বিভাগ৷ বিশেষ সূত্র মারফত খবর আসে লালবাজারের গোয়েন্দা বিভাগে। কলকাতার বড়বাজার থানা এলাকায় হাতবদল হতে চলেছে বিপুল পরিমাণ নগদ কালো টাকা৷ লালবাজার গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশন ও গুন্ডা দমন শাখার অফিসাররা সাদা পোশাকে কড়া নজরদারি চালান বড়বাজার থানা এলাকায়৷
ওয়াচ সেকশনের অফিসাররা কুণাল কুমার ও রাহুল কুমার নামের দুই সন্দেহভাজনকে মীর বাহার ঘাট রোড ও স্ট্র্যান্ড রোড ক্রসিংয়ে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট নগদ ৬৫ লক্ষ টাকা। গুন্ডা দমন শাখার অফিসাররা ৪৬ নং স্ট্র্যান্ড রোড এলাকায় মোহন আগরওয়াল নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা৷ কীভাবে তাদের কাছে এই বিপুল পরিমাণ টাকা এল, তার কোনও সদুত্তর দিতে পারেনি তারা। গ্রেপ্তার করা হয়েছে তিনজন টাকা পাচারকারীকেই। উদ্ধার হয় মোট নগদ ১ কোটি ৫০ হাজার কালো টাকা৷ এই দিয়ে দুর্গাপুর ও কলকাতা থেকে উদ্ধার দু’কোটি ২০হাজার টাকা৷