দিনভর তল্লাশি চালিয়ে শঙ্করের অফিস থেকে উদ্ধার প্রচুর বাংলাদেশি মুদ্রা

দিনভর তল্লাশি চালিয়ে শঙ্করের অফিস থেকে উদ্ধার প্রচুর বাংলাদেশি মুদ্রা

কলকাতা: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডির হাতে গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য৷ তাঁর কলকাতার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণে বাংলাদেশি মুদ্রা৷ এমনটাই দাবি ইডি সূত্রে৷ তৃণমূল নেতার আর্থিক লেনদেনের খতিয়ান পেতে সোমবার কলকাতা ও সল্টলেকের ৪ জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। তবে সন্দেহের তালিকায় সবার উপরে ছিল শঙ্করের ধর্মতলার কাছে মারকুইজ স্ট্রিটের ফ্ল্যাট ও অফিসে। সেখানেই রয়েছে  একটি মুদ্রা বিনিময় কেন্দ্র৷ এবং সেটি ছিল শঙ্কর আঢ্যর নামেই। সূত্রের খবর, সেই অফিসে হানা দিয়েই প্রচুর পরিমাণে বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা৷ এত বেশি পরিমাণে বিদেশি মুদ্রার সঙ্গে বেআইনি লেনদেন জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *