হাওড়া: মালিপাঁচঘড়া থানা পুলিশের অভিনব উদ্যোগ। কালীপুজোর রাতে শব্দবাজি ও আতশবাজি পোড়ানো বন্ধ করতে এলাকার বহুতল আবাসনের ছাদের তালা বন্ধ রেখে চাবি থানায় জমা দিতে অনুরোধ জানানো হলো পুলিশের তরফ থেকে। কালীপুজোয় শব্দবাজির পাশাপাশি আতশবাজি ফাটানো নিয়েও আশঙ্কা রয়েছে পরিবেশকর্মীদের। পুলিশ প্রশাসনের তরফ থেকেও বারবার আবেদন জানানো হয়েছে যাতে কেউ শব্দবাজি ব্যবহার না করেন। আতশবাজি না পোড়ান।
কিন্তু তা সত্বেও বারবারই অভিযোগ ওঠে পথেঘাটে পুলিশ নজর রাখলেও, বহুতল আবাসনগুলোতে অনেক ক্ষেত্রেই আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে নিয়ম মানা হয় না। অভিযোগ, বহুতল আবাসনে বসবাসকারী বহু আবাসিক শব্দবাজি কিনে ছাদে বা টেরাসে ফাটান। অনেকক্ষেত্রেই এমনও অভিযোগ ওঠে, বহুতল আবাসনের মূল ফটকে তালা লাগিয়ে ভিতরের ফাঁকা জায়গা বা ছাদে শব্দবাজি ফাটানো হয়। এসব ঘটনা আটকাতে এবার তাই বেআইনি শব্দবাজির বাড়বাড়ন্ত ঠেকাতে কালীপুজোর তিনদিন আগে থেকেই হাওড়ায় সিটি পুলিশ বাড়তি পুলিশ নজরদারি চালাবে। বহুতল বাড়ি ও আবাসনেও নজরদারি করা হবে। ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে।
মঙ্গলবারই মালিপাঁচঘড়া থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে সালকিয়ার কৃষ্ণা ভবনে কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো উপলক্ষে এক সমন্বয় বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সব পুজো কমিটি, সিইএসসি, দমকল, পুরনিগমের পাশাপাশি এলাকার বহুতল আবাসনের প্রতিনিধিদেরও আহ্বান জানানো হয়। সেখানেই কালীপুজো দীপাবলি, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোতে সরকারি নির্দেশ ও হাইকোর্টের আদেশ মেনে চলতে বলা হয়। নিয়ম মানলে পুরস্কারেরও ঘোষণা করা হয়।
এদিন হাওড়ার মালিপাঁচঘড়া থানার তরফ থেকে আয়োজিত ওই বৈঠকেও সকলকে উচ্চ আদালতের নির্দেশ মেনে যাতে কেউ শব্দবাজি না পোড়ায় সেকথা বলা হয়। মালিপাঁচঘড়া থানা এলাকায় যেসব বহুতল আবাসন রয়েছে তাঁদের কাছে থেকে এই মর্মে এবার লিখিত নেওয়া হচ্ছে যে আবাসনে কোনও শব্দবাজি ফাটানো হবে না। ছাদ থেকে কোনও আতশবাজি পোড়ানো হবে না। বহুতল আবাসনের প্রতিনিধিদের কাছে অনুরোধ জানানো হয়, কালীপুজোর একদিন আগে ছাদে তালা লাগিয়ে চাবি থানায় জমা করে দিতে। যাতে না কেউ বহুতলের ছাদে আতশবাজি না পোড়ান। যেসব আবাসনের বাসিন্দারা আতশবাজি না পুড়িয়ে পুলিশ প্রশাসনকে সবরকম সহায়তা করবে তাদের জন্য এদিন থানার তরফ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়।
এছাড়া আগামী ছট পুজোর সময় যেসকল ছটপুজো ঘাট কমিটিগুলো নিরাপত্তামূলক নির্দেশ মেনে চলবেন এবং যত বেশি ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন মালিপাঁচঘড়া থানার তরফ থেকে তাদের জন্যও পুরষ্কার ঘোষণা করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ-১ আবদুল গফফর, মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র সহ সিইএসসি, দমকল থেকে শুরু করে হাওড়া পুরনিগমের আধিকারিকরা।