গনপিটুনি রুখতে গিয়ে জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া

হওড়া: হাওড়া বেলিলিয়াস রোডে চোর সন্দেহে এক মহিলাকে গনপিটুনি দিলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, এদিন তিন মহিলাকে এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাদ শুরু করেন স্থানীয়রা। এরমধ্যেই দু’জন মহিলা পালিয়ে যান। একজনকে ধরে ফেলেন এলাকাবাসীরা। তাঁর ব্যাগ থেকে ছুরি, ব্লেড এবং কাপড়চোপড় পাওয়া যায়। এরপরই ছেলে চুরি করতে এসেছে এই অভিযোগে ওই মহিলাকে

গনপিটুনি রুখতে গিয়ে জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া

হওড়া: হাওড়া বেলিলিয়াস রোডে চোর সন্দেহে এক মহিলাকে গনপিটুনি দিলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, এদিন তিন মহিলাকে এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাদ শুরু করেন স্থানীয়রা।

এরমধ্যেই দু’জন মহিলা পালিয়ে যান। একজনকে ধরে ফেলেন এলাকাবাসীরা। তাঁর ব্যাগ থেকে ছুরি, ব্লেড এবং কাপড়চোপড় পাওয়া যায়। এরপরই ছেলে চুরি করতে এসেছে এই অভিযোগে ওই মহিলাকে ব্যাপক মারধর শুরু হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। তখন ক্ষুব্ধ এলাকাবাসীরাল পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশ কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপ্রকার বাধ্য হয়েই লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাশাপাশি আক্রান্ত মহিলাকেও উদ্ধার করা হয়। এলাকাকায় হাজির হয় পাঁচটি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + two =