স্বাধীনতা দিবসে ত্রিবর্ণ রঞ্জিত হাওড়া ব্রিজ ও স্টেশন!

স্বাধীনতা দিবসে ত্রিবর্ণ রঞ্জিত হাওড়া ব্রিজ ও স্টেশন!

কলকাতা: দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক হাওড়া ব্রিজ এবং হাওড়া রেলওয়ে স্টেশনকে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে। নয়নাভিরাম এই আলোকসজ্জা বহু দূর থেকেও সকলের দৃষ্টি আকর্ষণ করছে। জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশনকে। অন্যদিনের তুলনায় আজ যেন একটু বেশি ঝকঝকে দেখাচ্ছিল হাওড়া স্টেশন ও ব্রিজটাকে৷ স্বভাবতই খুশী শহরবাসী ও আগত নিত্য যাত্রীরা৷

একইভাবে এদিন জেলায় জেলায় স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উঠে এসেছে ভিন্ন স্বাদের টুকরো টুকরো ছবি৷ যেমন, ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে আবাসিকদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি খেলা শেষে জয়ী ও বিজয়ী উভয় আবাসিক দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ উৎসাহ দিতে তাঁদের দেওয়া হয় মেডেল৷ একই সঙ্গে মহিলা আবাসিকদের ছোট ছোট সন্তানদের খেলার পুতুল ও বিভিন্ন রকম খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়৷

এদিন স্বাধীনতার স্বাদ ভাগ করে নিতে দেখা গেল মায়াপুরের ভক্তদেরও৷ জাতীয় পতাকা উত্তোলন করলেন ইসকন ভক্ত তথা বিশিষ্ট সমাজসেবক অলয় গোবিন্দ দাস। জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন অসংখ্য পান্ডব সেনা সদস্যরা। এখানে সারাবছর দেখা যায়, ভক্তদের একটাই পেশা, একটাই নেশা তা হল কৃষ্ণনাম। এদিন অবশ্য  মায়াপুর পান্ডব সেনা সোসাইটির উদ্যোগে সাড়ম্বরে পালন করা হল ৭৫তম স্বাধীনতা দিবস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *