পুলিশের স্টিকার লাগানো গাড়ির দৌরাত্মে অতিষ্ঠ হাওড়া

পুলিশের স্টিকার লাগানো গাড়ির দৌরাত্মে অতিষ্ঠ হাওড়া

791338fb09cc1bba166a4b1f35e413e3

হাওড়া: ডুমুরজলায় চলছে সৌন্দর্যায়নের কাজ। তারফলে রিং রোডে নিত্য বেড়ে চলেছে বহিরাগতদের দৌরাত্ম বলে অভিযোগ।  মঙ্গলবার সকালে এমনই এক বহিরাগতের ভুয়ো পুলিশ স্টিকার লাগানো হন্ডা সিটি গাড়ির বেপরোয়া ধাক্কায় আহত হলেন এক প্রাতঃভ্রমণকারী।  সেই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। আহত প্রাতঃভ্রমণকারীকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি আটকানো হয় চালকসহ গাড়িটিকে।

 মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিদিনের মত এদিনও প্রাতঃভ্রমণকারীরা রাস্তা ধরে হাঁটছিলেন। সে সময় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি এক  প্রাতঃভ্রমণকারীকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় জখম হন তিনি। স্থানীয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি ওই গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। সেই সময়ে গাড়িতে থাকা দুই যুবক নেমে চলে যায়।  অভিযোগ, গাড়ির চালকের কাছে লাইসেন্স বা কাগজপত্র দেখতে চাইলে কোনও কিছুই তিনি দেখাতে পারেননি। এরপর তারা পুলিশকে খবর দেন। এরই মধ্যে সেই গাড়ির চালক আরও একজনকে ফোন করে ডাকেন। বিশ্ব বাংলা লোগো লাগানো একটি গাড়ি চালিয়ে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ সেই ব্যক্তি সেখানে পৌঁছে রীতিমতো হুমকির সুরে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কড়া ভাষায় কথা বলেন। তার কাছেও কাগজপত্র দেখতে চাইলে তিনিও কাগজপত্র দেখাতে পারেননি।

 দীর্ঘক্ষণ এই গন্ডগোল চলার পর প্রায় ঘণ্টা দুয়েক পরে সেখানে  চ্যাটার্জিহাট থানার পুলিশ আসে। পুলিশ এসে বিষয়টি সামাল দেয়। গাড়ি দুটি ও দুই চালককে পুলিশ আটক করে। প্রাতঃভ্রমণকারীদের দাবি প্রতিদিন সকালে শরীরচর্চার জন্য স্টেডিয়ামে গেলেও নিরাপত্তা বিষয়ে তারা আতঙ্কিত। রোজ একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দা তাপস বন্দোপাধ্যায় বলেন, “কথা কাটাকাটির সময়ে একটি গাড়ির চালক তাঁকে ধাক্কা মারে। ডুমুরজলা স্টেডিয়াম ঘিরে থাকা রিং রোডে ইদানিং বহিরাগতদের আনাগোনা বেড়েছে। বেপরোয়া ড্রাইভিং, মহিলাদের কটুক্তি করা এমনকি প্রকাশ্যে অশালীন আচরণও করছে এই বহিরাগতরা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *