কলকাতা: নিম্নচাপ কেটে আকাশ পরিষ্কার হতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কমল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের আমেজ আপাতত থাকবে। উত্তর ভারতের দিক থেকে ঠান্ডা উত্তুরে হাওয়া আসতে শুরু করেছে। পরিস্থিতি অনুকূল থাকলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড়দিনের সময় জাঁকিয়ে শীত পড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন পর পূর্ব ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত উত্তুরে হাওয়া আসার পথে কোনও বাধা নেই। কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাতের পর সেদিক থেকে আসা উত্তুরে হাওয়ায় কনকনে ঠান্ডা ভাব বেড়েছে। সেটাই তাপমাত্রা নামাচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। বুধবার সকালে উত্তুরে হাওয়া অনুভব করা গিয়েছে কলকাতা সহ সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
কেমন থাকবে আজ শীতের দাপট? এক নজরে আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা: নিম্নচাপ কেটে আকাশ পরিষ্কার হতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কমল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের আমেজ আপাতত থাকবে। উত্তর ভারতের দিক থেকে ঠান্ডা উত্তুরে হাওয়া আসতে শুরু করেছে। পরিস্থিতি অনুকূল থাকলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড়দিনের সময় জাঁকিয়ে শীত পড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন পর পূর্ব ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা