কলকাতা: আজ মঙ্গলবার কলকাতা ও সন্নিহিত এলাকার ফের ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
বিহারের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তার প্রভাবেই এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের উপর সরে আসে, যার প্রভাবেই এই ঝড়-বৃষ্টি। আলিপুর কেন্দ্রের অধিকর্তা গণেশকুমার দাস এদিন বলেন, ঘূর্ণাবর্তের কারণে সোমবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। সোমবার কলকাতা তারই সুফল পেল। ঘূর্ণাবর্ত সরলেই অবশ্য মে মাসের চেনা ভ্যাপসা গরম ফিরবে বলেও জানিয়ে দিয়েছেন অধিকর্তা। তবে ঘূর্ণাবর্তের কারণে লু বা গরম হওয়া এদিন তেমন বয়নি শহরে। ঘূর্ণাবর্তের কারণেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় ভ্যাপসা ভাব জিইয়েছিল দিনভর। যা তুমুল অস্বস্তির কারণ হয়েছে রাস্তাঘাটে বের হওয়ার মানুষের।