কলকাতা: একদিকে যখন ভোটের উত্তাপে পড়ুছে বাংলা, ঠিক তখনই চোখ রাঙানি সূর্য৷ অব্যাহত হাঁসফাঁস গরম৷ এই পরিস্থিতিতে আগামী ৮৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভ দিন আলিপুর হাওয়া অফিস৷ আপাতত গরম থেকে কিছুতেই রেহাই মিলবে না বলে সাফ জানাল আবহাওয়া দপ্তর৷
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই৷ বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৭-৩৮ ডিগ্রির মধ্যে। পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রিতে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস।
কিন্তু, কেন এই পরিস্থিতি? হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বায়ুস্রোত জোরালো থাকার কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা বেড়েছে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারেনি। বরং অল্প কমেছে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বায়ুস্রোত কিছুটা দুর্বল হলেই আবার তাপমাত্রা বাড়বে। সেটা এখন যে কোনও সময় হতে পারে। এখন যা পরিস্থিতি, তাতে তাপমাত্রার এরকম ওঠা-নামা চলবে। তবে এই প্রচণ্ড গরম থেকে রেহাই পাওয়ার বিশেষ আশা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৪০ ডিগ্রি ছুঁয়েছে। বাকি জায়গাগুলিতে ৪০ না ছুঁলেও তার আশপাশে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা।