কেমন থাকবে ষষ্ঠ দফার ভোটের নিরাপত্তা? জানাল কমিশন

কলকাতা: ষষ্ঠ দফার ভোটেও কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন। এই দফায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। মোতায়েন থাকবে ১৮৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। এবার নজরে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আগামী রবিবার বাংলার ৮ কেন্দ্রে ভোটযুদ্ধ। তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট৷ এর আগে পঞ্চম

কেমন থাকবে ষষ্ঠ দফার ভোটের নিরাপত্তা? জানাল কমিশন

কলকাতা: ষষ্ঠ দফার ভোটেও কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন। এই দফায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। মোতায়েন থাকবে ১৮৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী।

এবার নজরে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আগামী রবিবার বাংলার ৮ কেন্দ্রে ভোটযুদ্ধ। তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট৷ এর আগে পঞ্চম দফার ভোটে বারাকপুরের জন্য ২২টি কুইক রেসপন্স টিমও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৫২৮ থেকে বেড়ে ৫৩০ কোম্পানি করা হয়৷ বনগাঁয় ছিলেন ১০৫ জন মাইক্রো অবজারভার, ৫৩টি ভিডিও ক্যামেরা, ১২৫টি সিসিটিভি, ৩০০টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। বারাকপুরে ছিলেন ১১২জন মাইক্রো অবজারভার, ২৫টি ভিডিও ক্যামেরা, ১৫৭টি সিসিটিভি, ৩০০টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। হাওড়ায় ছিলেন ৪২০জন মাইক্রো অবজারভার, ১১৪টি ভিডিও ক্যামেরা, ৬৩৮টি সিসিটিভি, ৩০১টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। উলুবেড়িয়ায় ৩৩০ জন মাইক্রো অবজারভার, ১৩৪টি ভিডিও ক্যামেরা, ৮১৭টি সিসিটিভি, ২৬৯টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়৷ এছাড়াও শ্রীরামপুরে ৩৯১ জন মাইক্রো অবজারভার, ১০৬টি ভিডিও ক্যামেরা, ৩১৮টি সিসিটিভি, ৩০০টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করে কমিশন৷ হুগলিতে ৩১০ জন মাইক্রো অবজারভার, ২০টি ভিডিও ক্যামেরা, ১০০টি সিসিটিভি, ২৭০টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়৷ আরামবাগে ৪১১টি মাইক্রো অবজারভার, ৫০টি ভিডিও ক্যামেরা, ২২৭টি সিসিটিভি, ২১৪টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা নেয় কমিশন৷ কিন্তু, এতকিছুর পরও এড়ানো যায়নি অশান্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nineteen =