কলকাতা: শেষ দফা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে৷ ইতিমধ্যেই সব কেন্দ্রেই চলে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷
কলকাতায় থাকছে ১৪৭ কোম্পানি, বারাসত পুলিস জেলায় ৫৫ কোম্পানি, বারাকপুর পুলিস কমিশনারেট এলাকায় ৪৮ কোম্পানি, বারুইপুর পুলিস জেলায় ১০২ কোম্পানি, বসিরহাট পুলিস জেলায় ৭১ কোম্পানি, বিধাননগর পুলিস কমিশনারেটে ২৭ কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিস জেলায় ৮১ কোম্পানি, সুন্দরবন পুলিস জেলায় ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া উপনির্বাচনের জন্য ভাটপাড়ায় ৬ কোম্পানি, দার্জিলিংয়ে ১৬ কোম্পানি, হবিবপুর ১১ কোম্পানি, ইসলামপুরে ১০ কোম্পানি এবং মুর্শিদাবাদে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর ৪৪৪টি কুইক রেসপন্স টিম থাকবে। তাকে সাহায্য করবে রাজ্য পুলিস। বৃহস্পতিবার বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিসে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে একথা জানালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। সেইসঙ্গে প্রতিটি জায়গায় তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাসও দিয়েছেন। তারজন্য নির্বাচন কমিশন সবরকম ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।