কেমন থাকবে আজ ছুটির দিনের আবহাওয়া?

কলকাতা: ডিসেম্বর মাস পড়ে গেলেও শীতের দেখা নেই। মাসের প্রথম দিনেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৯.৬ ডিগ্রি) স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ছাড়িয়ে যায়। দুপুরে বেশ গরমই লাগছে। আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছেন, আজ রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এখনও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা

কেমন থাকবে আজ ছুটির দিনের আবহাওয়া?

কলকাতা: ডিসেম্বর মাস পড়ে গেলেও শীতের দেখা নেই। মাসের প্রথম দিনেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৯.৬ ডিগ্রি) স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ছাড়িয়ে যায়। দুপুরে বেশ গরমই লাগছে। আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছেন, আজ রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এখনও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১৮ ডিগ্রির আশপাশে আসতে পারে। সপ্তাহের শুরুতে তাপমাত্রা আরও কিছুটা কমে ১৭ ডিগ্রির আশপাশে চলে আসার সম্ভাবনা আছে। তবে এখনই তাপমাত্রা এর থেকে বেশি নামার সম্ভাবনা কম। আবহাওয়াবিদরা অবশ্য বলছেন, এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। এখনও জাঁকিয়ে শীত পড়ার সময় আসেনি। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কনকনে ঠান্ডা পড়ার সময় সাধারণভাবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মধ্যবর্তী সময় পর্যন্ত। ওই সময় কলকাতার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি। তখন উত্তুরে হাওয়া সক্রিয় হলে কলকাতায় কখনও সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রির আশপাশে চলে আসে। উত্তুরে হাওয়া থমকে যাওয়ার কারণে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছে। বিহারের উপর অবস্থানরত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তুরে হাওয়াকে আসতে বাধা দিচ্ছে। অক্ষরেখাটি রবিবার সরে যাবে বলে আশা করছে আবহাওয়া অফিস। পুবালি বাতাসের জন্য বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার এটা কারণ। আজ থেকে পুবালি হাওয়া কমবে বলে আশা আবহাওয়াবিদদের। ডিসেম্বরের ৩ তারিখ থেকে কাশ্মীর, হিমাচলপ্রদেশে দু’টি পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে। এরপর উত্তুরে হাওয়া কিছুটা জোরালো হওয়ার আশা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =