হাওড়া: আগামীকাল, সোমবার হুগলি, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ ও আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোট। তার আগে শনিবার দুর্যোগের মেঘ কাটিয়ে সর্বত্র প্রচার শেষ করল দলগুলি। ভোট প্রস্তুতি হিসেবে এদিনই দিল্লি থেকে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সাতটি লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।
সেখানে তিনি আধিকারিকদের সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণের নির্দেশ দেন। ঠিক হয়েছে, প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। একটি ও দু’টি বুথ রয়েছে এরকম কেন্দ্রে থাকবে চারজন করে জওয়ান। এর বেশি বুথের ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে আট বা তারও বেশি জওয়ান। প্রতি থানায় থাকবে কুইক রেসপন্স টিম। তিনি কড়া নির্দেশ দিয়েছেন, চতুর্থ দফার মতো পঞ্চম দফার ভোটে যেন এত অভিযোগ না আসে। বহিরাগতদের বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। সর্বশেষ পরিস্থিতি দেখতে আজ, রবিবার বারাসত জেলাশাসকের অফিসে বৈঠক করবেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে।