কেমন থাকবে কলকাতা বইমেলার নিরাপত্তা? জানাল পুলিশ

কলকাতা: ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে মোড়া হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা৷ বিধাননগর মেলা মাঠে সেই নিরাপত্তা বেষ্টনী ঠিক করতে বৈঠকে বসেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ বুধবার বিধাননগর পুলিশের ডিসি হেড কোয়ার্টার অমিত পি জাভালগি সাংবাদিক সম্মেলনে জানান, বইমেলা চলাকালীন বিধাননগর মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হবে বিধাননগর পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী৷ যার মধ্যে প্রথম স্তরে থাকবে ইন্সপেক্টর

কেমন থাকবে কলকাতা বইমেলার নিরাপত্তা? জানাল পুলিশ

কলকাতা: ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে মোড়া হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা৷ বিধাননগর মেলা মাঠে সেই নিরাপত্তা বেষ্টনী ঠিক করতে বৈঠকে বসেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ বুধবার বিধাননগর পুলিশের ডিসি হেড কোয়ার্টার অমিত পি জাভালগি সাংবাদিক সম্মেলনে জানান, বইমেলা চলাকালীন বিধাননগর মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হবে বিধাননগর পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী৷ যার মধ্যে প্রথম স্তরে থাকবে ইন্সপেক্টর সহ বেশকিছু পুলিশ কর্মী৷

এছাড়াও বিধাননগর পুলিশের ব্লেজারধারী পুলিশ থাকছে মেলার মাঠে। এদের পাশাপাশি মেলাকে ৪টি জোনে ভাগ করে সেই জোনের দায়িত্বে বিধাননগর পুলিশের ২জন ইন্সপেক্টর বা ডিসি পদের ১জন কর্তার নেতৃত্বে গঠিত হবে একেকটি দল। সাধারণ পোশাকে একদল পুলিশ কর্মী মিশে থাকবেন ভিড়ের মধ্যে। যার ফলে ভিড়ের মধ্যে ঘটে যাওয়া চুরি,শ্লীলতাহানির মতো ঘটনার মোকাবিলা করা সম্ভব হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি বিশেষ পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়ন করা হচ্ছে। এর আগে বইমেলাকে কেন্দ্র করে বেশকিছু আন্দোলনকারী বইমেলার মাঠে আন্দোলন সংঘটিত করেছে সেই পরিস্থিতি মোকাবিলার জন্যেও প্রস্তুত থাকছে বিধাননগর পুলিশের আলাদা পুলিশ ফোর্স। এছাড়াও ৪টি জোনে থাকছে ২টি করে ওয়াচ টাওয়ার। এবছর বিধাননগর পুলিশ অগ্নিনির্বাপক বিভাগের সঙ্গে যৌথভাবে মেলা প্রাঙ্গনে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করার ব্যবস্থা নিয়েছে। ২০০টি সিসিটিভি ক্যামেরা, ২,০০০পুলিশ কর্মী, আন্টি মলেস্টেশন স্কোয়াড, আন্টি ক্রাইম স্কোয়াড নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে মেলা প্রাঙ্গনকে ঘিরে ফেলা হবে।

বিধাননগরের প্রাণকেন্দ্র করুণাময়ীতে আন্তর্জাতিক স্তরের বইমেলা আয়োজিত হওয়ায় আগে থেকেই ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রস্তুতি নিতে চলেছে বিধাননগর কমিশনারেট। মঙ্গলবারের বৈঠকে ট্রাফিকের ডেপুটি কমিশনারকে সেই ব্লু প্রিন্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। এদিন ডিসি হেড কোয়ার্টার আরও জানান, ট্রাফিক নিয়ন্ত্রণ করতে বাস স্টপ হিসাবে করুণাময়ী বাস টার্মিনাসকে এবং ময়ূখ ভবন বাস স্টপকে ব্যবহার করা হবে। মেলা মাঠের ৫নম্বর গেটের সামনের গার্ডরেল খুলে দেওয়া হবে রাস্তা পারাপারের জন্যে। অধিক পার্কিং এর জন্যে বরাদ্দ করা হয়েছে মেলা মাঠের উল্টো দিকের একটি ফাঁকা জায়গা। এছাড়াও পরিবহণ দফতরের থেকে গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হলে সেই গাড়ি বা বাস গুলিকে ৯নম্বর ট্যাঙ্কের কাছে মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে বলে বিধাননগর ট্রাফিক সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 8 =