কলকাতা: ছাত্র-ছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সকালেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল। মাঝে আর মাত্র একটা রাতের অপেক্ষা। তারপরেই শুক্রবার সকাল ১০ টার সময় মাধ্যমিকের ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সদস্যরা। জানা যাচ্ছে, শুক্রবার সকাল নটার সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করবেন। তার ঠিক পরেই সকাল ১০টা থেকে অনলাইনে এবং মেসেজের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আসুন জেনে নেই কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের এই রেজাল্ট দেখতে পাওয়া যাবে এবং অনলাইনে ও ম্যাসেজের মাধ্যমে কীভাবে জানা যাবে ফলাফল?
মোট 14 টি ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের ফলাফল দেখা সম্ভব। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সাইট হল-
www.wbbse.wb.gov.in
www.wbresult.nic.in
এছাড়াও আরও কয়েকটি সাইটের মাধ্যমেও মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। এবার জেনে নেওয়া যাক কিভাবে দেখা যাবে এই ফলাফল।
প্রথমে যে কোনও একটি ওয়েবইট ওপেন করতে হবে।
এরপর প্রার্থীর Roll নম্বর দিতে হবে। এবং ওয়েবসাইটে থাকা Captcha কোড দিতে হবে। তারপর Submit করলেই জানা যাবে প্রার্থীর ফল।
তবে শুধু অনলাইনে নয়, মেসেজ করেও ফলাফল জানা সম্ভব। সেক্ষেত্রে যা করতে হবে-
ফোনের Write Message বা Create Message অপশনে ক্লিক করুন। সেখানে রোল নম্বর লিখে নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে।
এছাড়া মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট এবং মেসেজের মাধ্যমে রেজ়াল্ট সম্পূর্ণ বিনামূল্যে দেখা সম্ভব।
সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম্যাট মেনে মেসেজ করতে হবে। ফর্ম্যাটটি হল-
WB10Roll Number এবার সেটি পাঠিয়ে দিন 5676750