কীভাবে হবে ২১ জুলাই পালন? নয়া সিদ্ধান্ত তৃণমূলের

কীভাবে হবে ২১ জুলাই পালন? নয়া সিদ্ধান্ত তৃণমূলের

কলকাতা: করোনা মহামারীর আবহে বাংলার ভোটের প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির৷ অমিত শাহকে দিয়ে ভার্চুয়াল ব়্যালির সূচনা হয়েছে বাংলায়৷ ২০২১-এর বাংলা ভোটের কথা মাথায় রেখে বিজেপির ডিজিটাল প্রচার কৌশলের পথে অনলাইন নির্ভর হচ্ছে তৃণমূলের একুশে জুলাইয়ের সভা৷ কীভাবে হবে সেই সভা? দেওয়া হয়েছে গুচ্ছ নির্দেশ৷

তৃণমূল সূত্রে খবর, ২১ জুলাই বুথে বুথে ‘শহিদ দিবস’ পালন করা হবে৷ করোনা আবহে এবার কোনও জমায়েত হবে না৷ ফলে, বুথে-বুথে কর্মীদের নিয়ে স্থানীয় ভাবে পালিত হবে ২১ জুলাই৷ শহিদ বেদী বানিয়ে সেখানে মাল্যদান, তৃণমূলের পতাকা উত্তোলন করার কর্মসূচি নেওয়া হয়েছে৷

আজ দলনেত্রী সমস্ত বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন৷ সেখানে ২১ জুলাই পালনে রূপরেখা স্থির করা হয়৷ তৃণমূল সূত্রে খবর, ঠিক হয়েছে কালীঘাটে একটি ক্লাবের মাঠে মঞ্চ তৈরি করে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো৷ ভিডিওর মাধ্যমে দেবেন বার্তা৷ সরাসরি দলের প্রতিটি জেলা কার্যালয়ে সেই বার্তা সরাসরি দেখানো হবে৷ বিভিন্ন গণমাধ্যমেও দেখানো হবে সেই ভাষণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =