ঘূর্ণিঝড় বুলবুলের বিপদ এড়াতে কীভাবে থাকবেন সতর্ক?

কলকাতা: আরও শক্তি বাড়িয়ে রবিবার সকালে সাগর দ্বীপের আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলায় আছড়ে পড়ার আগে ঝড়ের গতিবেগ হতে পারে প্রতিঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার৷ বুলবুলের হাত থেকে বাঁচতে বেশকিছু নিয়মবালী তো প্রত্যেকের মেনে চলতে হবে৷ বুলবুলের ভয়াবহতা কল্পনা করে আগাম কিছু সতর্কতা নেওয়াও জরুরি৷ রইল সাবধানতা অবলম্বনের কিছু

ঘূর্ণিঝড় বুলবুলের বিপদ এড়াতে কীভাবে থাকবেন সতর্ক?

কলকাতা: আরও শক্তি বাড়িয়ে রবিবার সকালে সাগর দ্বীপের আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলায় আছড়ে পড়ার আগে ঝড়ের গতিবেগ হতে পারে প্রতিঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার৷ বুলবুলের হাত থেকে বাঁচতে বেশকিছু নিয়মবালী তো প্রত্যেকের মেনে চলতে হবে৷ বুলবুলের ভয়াবহতা কল্পনা করে আগাম কিছু সতর্কতা নেওয়াও জরুরি৷ রইল সাবধানতা অবলম্বনের কিছু নিয়মাবলী৷

সাইক্লোনের আগে:

এই বিপর্যয়ের আগে মনকে শান্ত রাখুন, গুজবে কান দেবেন না। অযথা আতঙ্ক ছড়াবেন না৷

বিপর্য়ের সময় জরুরি পরিষেবা পেতে নিজের মোবাইল ফোনটিকে চার্জ দিয়ে রাখুন৷ বেশিক্ষণ চার্জড রাখতে কল করার বদলে এসএমএস ব্যবহার করুন৷

জল নিরোধক পাত্রে যাবতীয় গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র সরিয়ে রাখুন৷

নিরাপত্তার জন্য ও বিপর্যয়ের মধ্যে সুস্থ থাকার জন্য আপতকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য একটি মেডিক্যাল কিট তৈরি রাখুন৷

প্রতিমুহূর্তে আবহাওয়ার গতিবিধি জানতে টিভি, রেডিও, ইন্টারনেট, খবরের কাগজ পড়ুন৷

বাড়িকে নিরাপদ রাখুন৷ কোনও রকম নির্মাণ কাজ চললে তা শিগির সম্পূর্ণ করুন নাহলে বন্ধ রাখুন৷ কোনও ধারাল, তীক্ষ্ন বস্তুকে আলগাভাবে রাখবেন না, নাহলে ঝড়ের সময় বিপদ বাড়বে বৈ কমবে না৷

সাইক্লোনের সময় ও পরের সাবধানতা:

যদি বাড়িতে থাকেন, সেক্ষেত্রে রান্নার গ্যাসের সিলিন্ডার বন্ধ রাখুন৷ বাড়ির বিদ্যুতের মেন সুইচ অফ রাখুন৷ দরজা জানলা বন্ধ রাখুন৷ যদি বাড়ির পরিস্থিতি খুব একটা ভাল না হয় তাহলে অবশ্যই ঝড়ের আগে বাড়ি ছাড়ুন৷ নাহলে সুপার সাইক্লোনে এই বাড়িই বড়সড় বিপদের কারণ হতে পারে৷ আবহাওয়ার গতিবিধি ও জরুরি পরিষেবার খবর পেতে রেডিওকে সচল রাখুন৷ পানীয়জল সঙ্গে রাখুন৷ একমাত্র প্রশাসনিক সাবধান বাণী কানে গেলেই বিশ্বাস করবেন৷ কোনওরকম গুজবে কান দেবেন না৷ গুজব ছড়াবেন না৷ বাড়ির বাইরে থাকলে, ভাঙাচোরা বাড়িতে ঢুকে আশ্রয় খুঁজবেন না৷ বিদ্যুতের খুঁটি, তার ও ধারালো বস্তু থেকে দূরে থাকুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *